সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অপেক্ষা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অপেক্ষা

চারিদিকে বড়ো কোলাহল রাস্তায়, হাজারো মানুষের আনাগোনা। হাজার ওয়াটের আলোয় ঝলমলে গোটা শহর। হাজারো ভীড়ের মাঝে কোনো ভাবে সন্তপর্নে লুকিয়ে থাকা, নিজেকে লুকিয়ে রাখা। ঠিক যেনো মেঠো ইঁদুরের মতোই। সাপের খোলস গায়ে জড়িয়ে মাটির আলপথ ধরে, চুপিসারে এগিয়ে চলা চোখ বুজে। আলপথের সবুজ ঘাসের ওপর দিয়ে নিশ্চিন্তে,  নির্ভয়ে, নিরাপদে, কোলাহল এড়িয়ে। যে মায়া জড়ানো রাস্তায় ভোরের সূর্যের মিঠে রোদ  হাবুডুবু খায়। যে ঘাসের ডগায় ভোরের সূর্যের নরম রোদ কেমন, শিশিরের বিন্দুকে স্পর্শ করে আলগোছে চুপি চুপি। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে, পিঁপড়ের নিঃশব্দ পথ চলার আওয়াজ গায়ে মেখে। চুপ করে দাঁড়িয়ে থাকে সে, এক বুক অভিমান নিয়ে। চুপটি করে সবুজ শিশির ভেজা মাথা তুলে, সবুজ সিগন্যাল এর অপেক্ষায়। লাল হয়ে যাওয়া সিগন্যাল একদিন গ্রীন হবে,  এই আশায়। ভীড়ের চাপে ক্লান্ত নয় সে একদমই। কোলাহল এড়িয়ে আলপথ ধরে চুপিসারে, এগিয়ে চলে সে ধীর পায়ে,আর অপেক্ষার প্রহর গোনে, ভোরের মায়া জড়ানো আলো গায়ে মেখে।  অপেক্ষা - অভিজিৎ বসু।