ভালোবাসার দিনের স্মৃতিতে জড়িয়ে থাকে গোলাপের কাঁটা। রক্তবর্না কাঁটায় ক্ষতবিক্ষত হয়, নিথর দেহের সুসুপ্ত ঘুমিয়ে পড়া হৃদয়। যে হৃদয়ে উত্তাপ নেই, আছে শুধু ভোরের ঘুঘুর মন কেমন করা বিধুর ডাক। মনের মানুষ হারিয়ে গেছে, গোলাপ কাঁটার বনের আড়ালে,আবডালে বহুদিন আগেই। সেই যে গোলাপ দিয়ে, আলতো হাতে চুমু খেতে গিয়ে আটকে গেছিলাম , সেই নির্জন সন্ধ্যায়। যেদিন তুমিও আমাকে ভালোবেসে, চুমু দিতে গিয়ে হোঁচট খেলে রাস্তায় আচমকাই। হাত থেকে গোলাপের পাপড়ি খসে পড়লো সেই সন্ধ্যায়। যে সন্ধ্যায় চাঁদ দেখার সময় হয়নি আমার তোমার, কারুর। রাস্তার পাশে পড়ে থাকা গোলাপের পাপড়িগুলো, কেমন যেনো উড়ে গেলো এদিক-ওদিক। অনেক চেষ্টা করেও তাদের ধরতে পারিনি আমি। গোলাপ দিবসে সেই হারিয়ে যাওয়া পাপড়ির, সোঁদা গন্ধ খুঁজি আমি আজও। যে গন্ধকে বুকের মাঝে লুকিয়ে রেখেছি এতকাল। রেল লাইনের ধারে,গঙ্গার নির্জন তীরে খুঁজে ফিরি, গোলাপ কাঁটার রক্তাক্ত আঁচড়। যে আঁচড়ের রক্তে আজও আমি স্নান করি, পান করি, তৃষ্ণা মেটাই। তবু ভালোবাসি তোমায়। ঘুমিয়ে পড়া মন জেগে ওঠ...