সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সরকারী প্রেস কার্ড। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সরকারী প্রেস কার্ড

শীত পড়লেই যেমন পরিযায়ী পাখিরা এসে হাজির হয়। ঠিক তেমনি করেই ডিসেম্বর মাস পড়লেই নতুন কার্ড এসে হাজির হয় সাংবাদিকদের পকেটে। সরকার স্বীকৃত সাংবাদিক এর পরিচয় বহন করা ছাপ মারা সুদৃশ্য কার্ড। নীল সাদা কার্ড থেকে অন্য স্মার্ট সুন্দর রঙের উজ্জ্বল সব কার্ড এর প্রাপ্তি ঘটে সাংবাদিকদের। আজ এই রাতের বেলায় ব্যাগের কোণে পড়ে থাকা এই দুটো পুরোনো সরকারী প্রেস অ্যাক্রিডেশন কার্ড দেখে কত কিছুই যে মনে পড়ে যায় আমার। একসময়ে বছর শেষের আগেই আমার পকেটে হাজির হতো এই নতুন কার্ড  যদিও এই কার্ড দিয়ে সাংবাদিক এর বুকে সাহস বা বল বা শক্তি যোগানো যায়না কিছুতেই। তাদের মনে সাহস জাগিয়ে সাদাকে সাদা আর কালোকে কালো বলে যে কাউকে হাসি মুখে প্রশ্ন করার সাহস সৃষ্টি করা যায়না কোনোভাবেই। শুধুই আমি সরকার এর স্বীকৃতি পাওয়া একজন সাংবাদিক হিসেবে গণ্য হয়েছি এটা বলা যায় মাত্র। মন্দিরে, মসজিদে, গির্জায় বিশেষ প্রার্থনা সভায় কি ছাড় পাওয়া যায় এই করে দেখিয়ে জানা নেই আমার। শুধু এই মা মাটি মানুষের আমলে অবসরে অল্প কিছু টাকার পেনশন পাওয়া যায় এই যা। আসলে পকেটে যতই সরকারি সিলমোহর মা...