সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বিশ্ব কবিতা দিবস। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্ব কবিতা দিবস

আজ বিশ্ব কবিতা দিবস। যে কবিতা জীবনের নানা ছন্দে বেঁচে থাকে। যে কবিতা ভালোবাসায়, প্রেমে, বিরহে বেঁচে থাকে আমাদের জীবনে। যে কবিতা আষ্টেপৃষ্টে সেই বাঁকা রেল লাইনের মতো এগিয়ে চলে। যে কবিতা আমাদের কঠিন কঠোর জীবনে লতার মতো লতিয়ে বেড়ে ওঠে নিজে নিজেই। আপন ছন্দে আপন খেয়ালে।  আজ সেই বিশ্ব কবিতা দিবস। কবিতার জন্য গোটা একটা দিন। কবিতাকে দু হাতে আগলে রাখার দিন। কবিতাকে বুকের মাঝে সলতে পাকিয়ে বাঁচিয়ে রাখার দিন। যে কবিতা পড়ে সেই কবিকে দেখার জন্য আকুল হয়ে ওঠা। যে মরার মত বাঁচা কবিতা দেখে সেই লেখককে খুঁজে বের করা কলেজের শান বাঁধানো লাল ফুলের পাপড়ি ঝড়া রাস্তায়। সেই আত্মাদের ভীড়ে গা ঢাকা দিতে ইচ্ছা করে। সেই কবিতাকে সম্বল করেই জীবনের বন্ধুত্বের এতো গুলো বছর কাটিয়ে দেওয়া কেমন করে কে জানে।  জীবনের বন্ধুত্বের শুরুর সেই দিন থেকে গঙ্গার ঘোলা জলে হাত পা নেড়ে সাঁতরে কাটিয়ে দেওয়া এদিক থেকে ওদিক। সত্যিই অসাধারণ এই কবিতায় ভরা বন্ধুত্ব আর সেই দুই বন্ধুর নিটোল জীবনের ছন্দময় গল্প। যেখানে কোনোও তাড়া নেই, ফাটল নেই, অবিশ্বাস নেই, চাওয়া নেই, পাওয়া নেই, শুধুই সেই মরার মত বাঁচা আ...