গাছ থেকে ঝুলে থাকা আলোর রোশনাই, টুপটাপ করে ছড়িয়ে পড়ছে মাথার ওপর। আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গুচ্ছ গুচ্ছ ভালবাসার রেণুর গা ঘষাঘষি। রং মাখা টুকরো টুকরো হাসি মাখা উজ্জ্বল চিত্রায়িত সব মুখ। নিয়নের আলোয় উদ্ভাসিত মুখের কুঁচকানো বলিরেখা সুস্পষ্ট। মুঠোফোনে বন্দী হওয়া ফ্ল্যাশ লাইটের আলো শুষে নেয় কত কিছুই। রং বেরঙের কাঁচের বেলোয়ারী চুড়ির রীন রীনে শব্দ। মাথার ওপর টুপ টাপ খসে পরা নাম না জানা ফুল, শুকনো পাতার খস খসে আওয়াজ, দীর্ঘশ্বাস, সব মিলে মিশে একাকার। শুধুই যেনো আলোময় জীবন, জীবনের কঠিন গদ্যময় রাস্তা,মাঠ,ঘাট,পথ,প্রান্তর পেরিয়ে এগিয়ে চলা। ধুলি ধূসর কবিতায় ভরা জীবনের হাতছানি এড়িয়ে। শুধুই ভালবাসার আলোময় জীবন পানে। যে জীবনের রাস্তায় দাঁড় বায় হাসি, কান্না, সুখ, দুঃখ। নদীর পাড় বেয়ে ভাটিয়ালি সুরের মূর্ছনায় সন্ধ্যা নামে, রাত জাগা পাখি আসে। তারপর অবেশেষে ভোর হয়, গোলাপ ফুলের পাপড়ির গন্ধ মাখা আলোময়, মায়াময় জীবনে, নতুন আলোময় ভালবাসার ভোর। আলোময় জীবন - অভিজিৎ বসু। বিশে মার্চ, দুহাজার চব্বিশ।