সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বারান্দা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বারান্দা

রাত কেটে ভোর হয় একসময়, ভোরের আলোয় কেটে যায়, রাতের নিকষ কালো আঁধার।  জীবনের আঁধার মাখা, রাত জাগা, প্রহর গোনার পালা শেষ হয়, ঘড়ির ঘন্টা বাজে ঢং ঢং।  অন্ধকার রাস্তায় শেষ হুইসেলের আওয়াজ, লাঠির ঠক ঠক আওয়াজ, ঘরে ফেরে পাহারাদার। কিন্তু ভোর হলেই মে, আমার দু কামরার ছোট্ট ফ্ল্যাটের বারান্দায়, কেমন হুটোপুটি করতো ওরা। কেমন যেনো একটা প্রাণপণে, আমায় ডেকে তুলতো ওরা জোর করে। আজ আর ওরা সবাই মিলে, আমায় ডাকে না আর আজকাল। বিরক্ত করে না একদম ওরা আর, ঝটপট করে ডানা ঝাপটে, জড়াজড়ি করে এ ওর সাথে ঝগড়া করে না আর,ভোরের আলো দেখে। ছোটো ব্যালকনির ঝুল পড়া, ধুলো মাখা জায়গাটা, কেমন ভোর বেলায় ফাঁকা ফাঁকা লাগে আজকাল। বারান্দার কোণে পড়ে থাকা লাঠি, জাল, জং পড়া তার, খাবারের কৌটো, নিজের বুকের মাঝে চেপে বসে। নিজের অজান্তেই জং পড়া তার দিয়ে জাল বুনি আমি ভোরবেলায়। জং পড়া তারের খোঁচায় রক্তাক্ত হই আমি। ওদের জন্য আজ বড়ো মন কেমন করে, কেমন আছে ওরা সব কে জানে। সাদা, ধূসর, রঙিন সব আমার ভালোবাসার বোবা পাখির দল। রাত পোহালেই যারা জল,খাবার চাইতো।  একটু দেরি হলে ঘাড় গুঁজে মুখ ফুলিয়ে অভিমান...