গ্রামের লোকরা বলে এই মেলা নাকি এক মাত্র তেনাদেরই মেলা। এই তেনাদের নাম নাকি আবার যখন তখন করতে নেই কাউকে। সন্ধ্যায় আর রাতে তো একদমই নয়। তাহলে তেনারা খুবই রুষ্ট হন। আর তাঁরা যদি রেগে যান তাহলে আর রক্ষে নেই কিন্তু কোনও মতেই কারুর। আর তাই তাঁকে সন্তুষ্ট রাখতেই এই বিশেষ মেলার আয়োজন। একদম ব্রহ্মদৈত্যর মেলা বলে কথা। সত্যিই এমন মেলার কথা সচরাচর শোনা যায়না কিন্তু। সেই তাঁকে সন্তুষ্ট করে এলাকায় শান্তি আর স্বস্তি স্থাপনের জন্য এই মেলা আর তাঁর পূজো খুব দরকার। তিনি রেগে গেলেই কিন্তু মহাবিপদ ঘটবে এলাকায়। আর তাই তেনাকে সন্তুষ্ট করতে বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা পঞ্চায়েতের ঢেকা গ্রামের এই বিরাট মাঝ মাঠে দীর্ঘ দিন ধরেই হয়ে আসছে পুরাকালের এই ব্রহ্মদৈত্যের পূজা হয়। মাঘ মাসের প্রথম দিনে হয় এই পূজা। আর এই পূজা উপলক্ষে মেলা বসে প্রতিবছর মাঘ মাসের পয়লা তারিখে ঢেকা গ্রামের মাঝ মাঠে। এই ব্রহ্মদৈত্যের মেলা নিয়ে বেশ জমজমাট ঢেকা গ্রাম।আশপাশের প্রায় পনেরো বিশটি গ্রামের মানুষ ভীড় করেন এই মেলা দেখতে। মাঠের চারিধারে বসে যায় নানা পসরা। বেতের বোনা ধামা কুলো থেকে ...