সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

শৌর্য নাকি সংহতি উত্তর মেলা ভার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাবরি ভাঙার ৩২ বছর শৌর্য নাকি সংহতি, উত্তর মেলা ভার

একদিকে শৌর্য দিবসের হুংকার। অন্য দিকে সংহতি দিবসের ডাক। শৌর্য আর সংহতির এই দুই এর টানাপোড়েনের একটা দিন হলো এই ছয় ডিসেম্বর আজকের দিন। যে দিনটা আমাদের সবার কাছেই দেশের ইতিহাসে একটা কালো দাগ হিসেবেই পরিচিত হয়ে আছে। আজ দেখতে দেখতে ৩২ টা বছর কেটে গেছে। সেই বাবরি মসজিদ ভাঙার দিন আজ। ১৯৯২ সালের সেই ছয় ডিসেম্বর এর দিন এর কালো দগদগে স্মৃতি আজও কেমন করে আমাদের মনের মধ্যে একটা দুঃস্বপ্নের মতই ঘুরে বেড়ায়। সেই উল্লাস, সেই হুংকার, সেই আস্ফালন, সেই উন্মত্ততা, সেই জয় এর আনন্দ এরপর দেখতে দেখতে কেটে গেছে ৩২ টা বছর। সেই আস্ফালন আর উল্লাস এর দিন আজ শৌর্য দিবসের দিন হিসেবে স্বীকৃতি পেয়েছে চারিদিকে গোটা দেশ জুড়ে। যে শৌর্য আর বীর্য আজ আমাদের সবাইকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। আর যার ঘেরা টোপে আমাদের সংহতি,একতা, নিরপেক্ষতা আটকা পড়ে গেছে নিজের অজান্তেই।   আজকে ছয় ডিসেম্বর,কালো দিবস পালন করুন এই ডাক চারিদিকেই। দেখতে দেখতে ৩২ টা বছর কেটে গেছে বাবরি মসজিদ নিয়ে। কেউ বলছেন বাবরি মসজিদ তোমাকে আমরা ভুলছি না, তুমি থাকবে কোটি কোটি মুসলমানদের হৃদয়ের গভীরে, অন্তরের অন্তঃস্থলে। যে অন্ত...