সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ব্লগ অভিজিৎ বসু। ভেঙে গেলো দাদা বোনের জুটি। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভেঙে গেলো দাদা বোনের জুটি-

কিছু কিছু জুটি বোধহয় হঠাৎ করেই এই ভাবেই ভেঙে যায়। কাউকে কিছু বুঝতে না দিয়ে। কাউকে কিছু সময় না দিয়ে। কোনো সিগন্যাল না দিয়ে। দাদা আর বোনের সুন্দর সেই চেনা জুটি। আজ বোনের সেই জুটি ভাঙার কথা লেখা পড়ে মনে হলো আমারও তো দু চার লাইন লিখতে ইচ্ছা হয় বড়ো। জুটি ভাঙার খবর পেয়ে কিছুই লিখতে পারিনি আমি এতদিন ধরে, লিখতে কলম সরেনি আমার , কি লিখবো আমি বলুন তো।  সেই প্রতিদিনের অফিসে অল্প কিছুদিন জেলায় কাজ করার সময় একটু দুর থেকেই দেখা হওয়া আমার। দাদা আর বোনকে। বোনের দাপটে কিছুটা গুটিয়ে থাকা। তবে শুনেছিলাম সেই ২৪ ঘণ্টায় কাজের সময় অ্যাসাইনমেন্টের শুভ্রজিৎ আইচ একদিন বলেছিল আমায় তোমার কথা একদিন শঙ্করদা জিজ্ঞাসা করছিলেন আমাদের পাটুলির আড্ডায়। তুমি কি করছো সেই কথা। বললেন অভিজিৎ বসু বেশ ভালো রিপোর্টার কিন্তু ও বহু পুরোনো ছেলে। আমি শুনে কিছুটা থতমত খেলাম। সেকি আমার সাথে তাঁর একসাথে কাজের খুব বেশি স্মৃতি নেই তবু তিনি মনে রেখেছেন এতদিন পরেও আমায়। বেশ প্রখর স্মৃতি তাঁর এই বয়সেও। সেই একদিন হাওড়া স্টেশনে শান্তিনিকেতন এক্সপ্রেসে ট্রেন ধরার সময় দুজনকে দেখতে পা...