সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

হাসি মুখের অ্যাঙ্কর পূজা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হাসি মুখের অ্যাঙ্কর পূজা

বহুদিন একসাথে রাতে অফিস করে এস টুয়েলভ এর বাসে করে আর আমাদের ফেরা হয়নি সেই সেক্টর ফাইভ থেকে। সেই ওর খবর পড়ার সময় হয়ে গেছে বলে এক দৌড়ে পোদ্দার কোর্টের অফিস বা মিডিয়া সিটির সেই ঝাঁ চকচকে অফিসের স্টুডিওতে প্রবেশ করে খবর পড়া ওর। আর বেরিয়ে এসে বলা, এই রে আর একটু হলেই দেরী হয়ে যেতো স্টুডিওতে প্রবেশ করতে কি যে হতো তাহলে কে জানে। সেই ওর স্টুডিও, অ্যাকশন, লাইট, শুনে উজ্জ্বল আলোয় খবর পড়া আর হাসি মুখে খবরের দুনিয়ায় ভেসে থাকা সেই চেনা হাসি মুখ নিয়ে। আর পূজো এলেই টিভির পর্দায় সব সেজে গুজে বসে পড়া। রাস্তায় নেমে পূজো মণ্ডপে ঘুরে ঘুরে লাইভ করা সেই চেনা পরিচিত মেয়েটির সেই বিখ্যাত অ্যাঙ্কর এর।‌  ধীরে ধীরে সেই স্টুডিও, অ্যাকশন আর লাইট এর জীবন থেকে কেমন দূরে সরে গেলো সে একটু একটু করে। সেই চেনা অফিস ছেড়ে, চেনা পরিবেশ ছেড়ে, চেনা দুনিয়া ছেড়ে, একদম অন্য কাজের জগতে প্রবেশ করলো সে। হাতে আর সেই ২৪ ঘণ্টা ছুটে বেড়ানো দৌড়ে বেড়ানো চেনা বুম নেই আর তার কাছে। তার বদলে গেছে ঘর। বদলে গেছে কাজের জগৎ। বদলে গেছে আশপাশের মানুষজন। শুধু সে একা একাই নিজের চেনা জগৎ ছেড়ে অন্য ...