ছবিটা পয়লা জানুয়ারির রাতের ছবি। নতুন বছরের প্রথম দিনের ছবি। এক মা আর তার দুই শিশুর ভালোবাসার মন খারাপ করা এই ছবি। যে ছবি তোলার ইচ্ছা আমার ছিল না একদমই। এমন রাস্তার পাশে দাঁড়িয়ে বেলুন বিক্রি করা মা আর তার দুই শিশুর ভালোবাসার স্পর্শ মাখা এক উজ্জ্বল ছবি। যে ছবিতে মা তার ছোট্ট দুই শিশুকে ছোট্ট প্লাস্টিকে করে একটু গরম চাউ কিনে দিয়েছে। একটা বা দুটো বেলুন বিক্রি করে রাস্তায় দাঁড়িয়ে। আর দুই শিশু এক মনে মাটিতে বসে মহানন্দে সেটা খাচ্ছে। আর বড়ো ভাই বা দিদি ছোটো ভাই বা বোনকে খাইয়ে দিচ্ছে মহানন্দে। জীবনের এই জলছবি তুলেছিলাম আমি বোলপুরের বিশ্ব ক্ষুদ্র বাজারের সামনে দাঁড়িয়ে বছর শুরুর দিনে। গেটের মুখেই কটা বেলুন নিয়ে বিক্রি করছে সেই দুই শিশুর মা। ঠাণ্ডায় কাবু হয়ে গায়ে চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে সেই মহিলা। ভিতরে তখন হস্তশিল্প মেলার ভীড়। আসলে এই ছবির কোনো নতুনত্ব নেই। আকছার এই ছবি চোখে পড়ে আমাদের। তবু কেমন করে যেনো ছুঁয়ে গেলো এই মা আর সন্তানের ভালোবাসার সম্পর্কের অমলিন ছবি। যেখানে বাবার কোনও জায়গাই নেই। সত্যিই সন্তান এর...