সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইটিভির সেই শুভঙ্কর। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইটিভির সেই শুভঙ্কর

সাদা জীবনের কালো কথায় আজ সেই ইটিভির শুভঙ্কর এর কথা। শুভঙ্কর চৌধুরী। সেই টিভি ছেড়ে ধীরে ধীরে ওর কাগজের সাংবাদিক হয়ে যাওয়া। সেই শ্রীরামপুরে স্টেশনের পাশেই ওদের বাড়ি। ওর মা আর দিদিকে নিয়ে ওর পরিবার। হাসিখুশি, ভদ্র, মার্জিত রুচিশীল ব্যবহার এর ছেলে শুভঙ্কর। আর মা অন্ত প্রাণ ও। ওর এই মা এর প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখে একটা কথা মনে হয় আমার। মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতী তত। এই কথাটা একদম হাতেনাতে ফলেছে ওর জীবনে। ও আজ অনেক বড়ো সাংবাদিক ইংরাজি কাগজের।  বেশ নাম ডাক হয়েছে ওর কিন্তু প্রথম অবস্থায় ওকে কম লড়াই করতে হয়নি সেই ৫৫ বি মির্জ্জা গালিব স্ট্রীট এর অফিসে। সেই টিভির সাংবাদিকতা করতে গিয়ে। কিন্তু যার প্রতিভা থাকে তাকে যতই আটকে রাখার আর চেপে রাখার চেষ্টা করা হোক সে ঠিক বিকশিত হয়ে ফুটে বের হবেই। আর সেটাই হয়েছে ওর জীবনে। নানা চড়াই উৎরাই পার করে আজ ও অনেক বড়ো রিপোর্টার। মা আর ছেলের সংসারে ওরা বেশ আনন্দে দিন কাটাতো শ্রীরামপুরের সেই দোতলা বাড়িতে। ওকে ডাকতে গেলে দেখতাম ওর মা বসে আছেন। ওর দিদির কলকাতায় বিয়ে হয়েছিল। খুব সম্ভবত হুগলী জেলার কোন্নগরে...