কলকাতার এক বিখ্যাত দাপুটে মাতব্বর সাংবাদিককে রাতে ডিউটি সেরে অফিস এর গাড়ি করে বাড়ী ফেরার সময়, তার বাড়ির ফ্ল্যাটের নিচ থেকে আচমকাই পুলিশ তাকে তুলে নিয়ে যায় থানায়। তার সাথে কিছু কথা কাটাকাটি ও বচসার জেরে পুলিশ তাকে বাড়ীর সামনে থেকেই সোজা থানায় তুলে নিয়ে চলে যায়। আর এই খবর পেয়েই সেই সময়ে সেই বড়ো চ্যানেলের একটু কোণঠাসা সেই এক মহিলা সুন্দরী ক্রাইম রিপোর্টার মাঝরাতেই সল্টলেকের পুলিশ কমিশনারকে সোজা ফোন করে বসে কোনো কিছু না ভেবেই মাঝরাতে। আর তাতেই কাজ হয় তৎক্ষণাৎ। বদলে যায় পুলিশের ব্যবহার, আচার আচরণ আর বডি ল্যাঙ্গুয়েজ। যে অফিসার তাকে তুলে আনে তার অবস্হা তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। বহু বছর পর সেই বিখ্যাত সাংবাদিক এর কাছ থেকে সেই গল্পটা শুনে মনে হলো আমার, আরে এই বিখ্যাত দাপুটে ডাকাবুকো লেডি ক্রাইম রিপোর্টার এর সাথে তো আমিও একসাথে কিছুদিন কাজ করেছি। তাহলে তো সেই রিপোর্টার আমারও পরিচিত। সেই বিখ্যাত দাপুটে আর উন্নাসিক সাংবাদিক এর সাফ জবাব হ্যাঁ, তুমিও চেনো তাকে অভিজিৎ। কিন্তু ওর মতো ভালো মেয়ে হয়না। আজ কলকাতায় থাকলে ও কিন্তু ভালো পুলিশ রিপোর্ট...