সাদা জীবনের কালো কথায় আজ সেই মানবজমিন এর লেখকের কথা। সেই দূরবীন দিয়ে জীবন দেখা মানুষটির কথা। সেই যে মানুষটি আজ থেকে প্রায় তিরিশ বছর বা তার বেশি বছর আগে আমায় একটি চিঠিতে যে জীবনকে দেখার কথা বলেছিলেন। যে জীবন হলো সব থেকে বড় শিক্ষক। সেই জীবন দেখার পাঠ গ্রহণ করেই তো হেঁটে চলেছি আমি আজও। সেই মানুষটির কথা আজ লিখতে বসলাম আমি। কারণ আজ তাঁর শুভ জন্মদিন। হ্যাঁ, আজ বাঙালি সহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর জন্মদিন। যিনি শিশু ও বড়দের জন্য বহু লেখা লিখেছেন। এই মানবজমিন উপন্যাসের জন্য যিনি উনিশশো অষ্টআশি সালে যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ছোটদের জন্য লেখা উপ্যনাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাঁই-বাগানের ভূত খুব জনপ্রিয় তাঁর লেখা। বাংলাদেশ এর ময়মনসিংহতে তাঁর জন্ম হয় দোসরা নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ সালে। যাঁর ঝুলিতে এরপর শুধুই পুরষ্কার আর পুরষ্কার পেয়েছেন তিনি। তাঁর লেখার স্বীকৃতির জন্য। ভারত ভাগের সময় তাঁর বাংলাদেশ ছেড়ে এদেশে চলে আসা। তারপর এই বঙ্গের জলপাইগুড়িতে পড়াশোনা শুরু হয় তাঁর প্রথম ছাত্রজীবন অষ্টম শ্রেণী অবধি। পরে কোচবিহার, আসাম , পাটনা সহ ন...