সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মহাকরণের সুমন ঘড়াই লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মহাকরণের সুমন ঘড়াই

সকাল বেলায় ঠিক এগারোটার মধ্যে প্রতিদিন একদম নিয়ম করেই রং বেরঙ এর উজ্জ্বল জামা পরে সেজে গুজে হাসি মুখে হাজির হয়ে যেতো ও মহাকরণে প্রেস কর্নারে। আর আমায় দেখেই হালকা করে ঘাড় নেড়ে মৃদু হাসি দিয়ে বলতো কি এসে গেছো তুমি আগেই। আমি একটু সাত সকালেই পৌঁছে যেতাম মহাকরণের প্রেস কর্নারে।‌ সেই সময় সব বিখ্যাত সাংবাদিক এর দল প্রেস কর্নারে আসতেন সেই সময়। সকাল সকাল হাজির হতো আজকালের অংশু দা।  আর সেই সময় বাংলার সেরা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করা বেশ নায়ক এর মত হাসি মুখের সুমন ঘড়াইকে বেশ ভালই লাগত আমার। খুব যে খবর আদান প্রদানের সম্পর্ক স্থাপন হয়েছিল আমাদের মধ্যে সেটা নয় কিন্তু। তবু প্রতিদিন এর মত এক জায়গায় কাজ করতে গিয়ে যে টুকু ওই হাই আর হ্যালো করা আর কি। কারণ একনম্বর চ্যানেলের লোকদের কাছে সবাই যেতে চায়। এটাই দস্তুর ছিল মহাকরণে সেই সময় আর এই কালেও।  ওর সকালেই হাজির হয়ে যাওয়া সেই ফাঁকা প্রেস কর্নারে। এসেই মোবাইল নিয়ে বসে পরা। সেই চ্যানেল টেন এর গার্গী আর চব্বিশ ঘণ্টার সুতপা সেন এলেই ওদের সাথে জুটি বেঁধে একসাথে চা খেতে যাওয়া। আবার সেই আনন্দবাজ...