একে তো ফাগুন মাস কি জানি কি হয়। ফাগুনের আগুনে পুড়তে মন চায় এই বুড়ো বয়সেও আমার ঘরের লোকের গাল শুনেও। শান্তিনিকেতনে বসন্ত আসতে শুরু করেছে ইতিমধ্যেই। আজি বসন্ত এসেছে জাগ্রত মোর দ্বারে। এই গানের কথাই মনে পড়ে যায় আমার এই সময়ে। হ্যাঁ, সেটাই দেখা যাচ্ছে ধীরে ধীরে। বসন্ত জাগ্রত হচ্ছে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে। শীতের সকালে ভেজা কুয়াশার পথ পেরিয়ে বসন্ত আসছে গুটি গুটি পায়ে। শীতের হিম শীতল পরশ কাটিয়ে বসন্ত আসছে ঘরে বাইরে সর্বত্রই। আকাশে বাতাসে সেই বসন্তের রঙিন প্রলেপ পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। যে প্রলেপে কাবু আমরা সবাই। পাতা ঝরা নিম গাছের ডালে বসে কবুতরের মন খারাপের বিধুর ডাকে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে যেনো। সত্যিই ওরাও বোধহয় ছাদের আলসেতে বসে বুঝতে পেরেছে এসেছে বসন্তের ডাক। যে ডাকে সাড়া দিয়ে ওরাও কেমন কাবু হয়ে গেছে যেনো ঠিক আমার মতোই। যদিও ইতিমধ্যেই কবিগুরুর রবি ঠাকুরের আপন দেশে বসন্তের উৎসবের আয়োজন করা হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কবির প্রাণের এই শান্তির শহরে এইবারও হবে না বসন্ত উৎসব। যেটা হবে ...