ফুলমনি মুর্মু আর লক্ষ্মী টুডু ভাবতেই পারেনি যে তাদের ঘরের উঠোনে কল থেকে পরিশ্রুত খাওয়ার পানীয় জল পাবে তারা কোনোওদিন। প্রায় চার বছর পর তারা জল পেলেন নিজের ঘরের সামনে উঠোনে দাঁড়িয়ে। যেটা আজ একদিন তাদের কাছে স্বপ্ন ছিল এতদিন ধরেই, সেটাই বাস্তব হলো আজ। হিংলো গ্রাম পঞ্চায়েতের কেন্দা পাহাড়ী গ্রামের বাসিন্দারা জল পেলেন আজ শুধু দেউচা পাঁচামির কয়লা খনি প্রকল্পের দৌলতেই। না হলে হয়তো এই ভাবেই জীবন কেটে যেতো তাদের। পরিশ্রুত পানীয় জল না পেয়েই। এই হিংলো গ্রাম পঞ্চায়েত এলাকার দেওয়ানগঞ্জ আর হরিণসিঙা, তালবাঁধ, কেন্দাপাহাড়ি, চান্দা সহ বিভিন্ন গ্রামে প্রায় ১৪০০ ঘরে জলের সংযোগ করাই ছিল বেশ কিছু দিন ধরেই। কিন্তু সমস্যা ছিল সেই সব ঘরে ঘরে জলের দেখা মিলত না কিছুতেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই দেউচা পাঁচামি প্রকল্প। যে প্রকল্প ঘোষণা হতেই হৈ চৈ আর হুল্লোড় পড়ে গেছে গোটা এলাকায়। আর এই কয়লা প্রকল্পের সফল রূপায়ণ করতে গিয়ে এলাকার আদি বাসীদের মন রক্ষা করতে ও এই পাথুরে এলাকায় উন্নয়ন করতে বদ্ধপরিকর এই মা মাটি আর মানুষের সরকার। আর তাই চার ...