দেওয়াল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ভালোবাসার নানা জরি বুটি। এদিক ওদিক ছিটকে পড়ছে ভালোবাসার উত্তাপ জীবনের দগ্ধ ক্লান্ত রাস্তায়। ভালোবাসার সোঁদা গন্ধ ছড়িয়ে পড়ছে চরাচরে কুন্ডলীর মত। অদৃশ্য দেয়ালের নানা ছবির কোলাজে নিঃস্তব্ধ ভালোবাসার সুখ স্পর্শ, সলাজ চাওনি। একে অপরের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে তারা কেমন স্থবির হয়ে। ক্রুস বিদ্ধ যীশুর মত মাথা নিচু করে আনমনে। রক্তপাতহীন এমন ভালোবাসার জড়োয়া গায়ে জড়িয়ে কি সুন্দর লাগছে ওকে দেখে। মাথায় ভালবাসার মুকুট,শান্ত দুটি চোখে টল টল করছে ভালোবাসার চিকচিকে অশ্রু। লাল সিঁথির সিঁদুরে ওর মুখে লাল পলাশের নরম হাসি মাখা মাখি হয়ে আছে। অস্তমিত সূর্যের রঙে রঙিন স্বপ্নের আঁচলে রাতের তারার ঝিকিমিকি। দেওয়াল জুড়ে শুধুই ভালবাসার বন্ধন। যার উত্তাপে পুড়ে ছার খার হয় পলাশের হাসি। যার উত্তাপে বসন্তের দগ্ধ রাস্তায় পড়ে থাকা শুকনো পাতায় শিশির মাখা ভালোবাসার এলোমেলো স্পর্শ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা টুকরো টুকরো স্পর্শ গায়ে মেখে, একা একা পথ চলা দেওয়াল বেয়ে সন্তর্পনে। শুধুই ভালবাসার চিহ্নকে বুকে আঁকড়ে ধরে। ভালোবাসার স্পর্শ - অভ...