আজ সাদা জীবনের কালো কথায় আমার জীবনের আঁকাবাঁকা রাস্তায় আর আঁকিবুঁকি ব্লগের পাতায় আজ এক অন্য জীবনের গল্প। যে কঠিন সংগ্রামের জীবন অবিচ্ছেদ্য হয়ে জড়িয়ে আছে আমার সাথে বহুদিন ধরে, বহু বছর ধরে, সেই কবে থেকেই। নানা চড়াই আর উৎরাই পার করে, নানা ঝড় ঝাপটা সামলে নিয়ে আমার পাগলামো আর বোকামি সহ্য করে টোটো চালকের সাথে একসাথে বাস করা তার। চুপ করে, মুখে কুলুপ এঁটে একসাথে বাস করা দুজনের আমাদের, এক ছাদের তলায়, এক আকাশের নিচে। কখনও ফাগুনের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে। আবার কোনো সময় শীতের হালকা কুয়াশা মাখা সকালে লেপের ওম গায়ে মেখে বেঁচে থাকা আমাদের একে অপরকে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে। আবার সেই বর্ষার বৃষ্টিভেজা পথে এক ছাতার তলায় হাসিমুখে রাস্তায় ঘুরে বেড়িয়ে বেঁচে থাকা। টক, ঝাল, মিষ্টি এই জীবনকে আশ্লেষে আঁকড়ে ধরে, জড়িয়ে ধরে বেঁচে থাকা আমাদের দুজনের। যে জীবন বড়ো মায়ার, যে জীবন বড়ো ভালোবাসার, যে জীবন বড়ো আদরের, যে জীবন ঝগড়ার, যে জীবন বড়ো ভরসার একে অপরের কাছে। একজন অন্যজনের কাছে কেমন যেনো একে ওপরের পরিপূরক হয়ে বেঁচে থাকার। আজ সেই আমার সংস...