সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভালো থাকিস মনোজ। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালো থাকিস মনোজ

হাওড়ার মনোজ আর নেই। খবরটা আমাকে দিলো এনকে বাংলা টিভির হাওড়া জেলার সাংবাদিক অর্পণ। মেঘদূত এর পোস্ট দেখে মনে পড়েনি আমার ওর কথা। সত্যিই এতদিন পরে ভুলেই গেছিলাম আমি ওর কথা। হাওড়ার চব্বিশ ঘণ্টার দেবব্রত যাকে আমি দেবু বলতে অভ্যস্ত সেই দেবু ওকে দিয়েছিল আমায়। দেবু বলেছিল দাদা একে নাও তুমি আমার পরিচিত খারাপ ছেলে নয়।  তখন সবে জেলায় জেলায় লোক নিয়োগ চলছে। অর্পণ আগে থাকতেই এই চ্যানেলে ছিল যে এন কে বাংলা চ্যানেলের হয়ে কাজ করত হাওড়া জেলায়। উলুবেড়িয়াতে একটা ছেলে দরকার। শুভাশীষ আছে তবু দেবুর কথায় ওকে নিলাম আমি। কলকাতায় অনেকে যোগ দিলো সেই সময় এই নতুন এনকে বাংলা চ্যানেলে। নতুন অফিস, নতুন চ্যানেল, কিছু মানুষের রুটির জোগাড় হলো। একটা কর্ম চঞ্চলতা আর খবর নিয়ে দৌড় শুরু হলো।  যাঁরা একদিন হঠাৎ করেই মাঠের বাইরে ছিটকে গেছিলো তারা ফের মাঠ পেয়ে লোকজন পেয়ে কেমন ধীরে ধীরে কাজের জগতে ডুবে গেলো। বেশ ভালই লাগলো আমার বুড়ো বয়সে একটা নতুন অচেনা সংসার পাতা। দু একবার কথা হয়েছে ওর সাথে আমার ফোনে। লোগো নিতে আসার সময় কলেজ মোড় এর সেই অফিসে দেখাও হয়েছিল। এ...