সেই ক্যামেরাম্যান জয়। সেই মহাকরণে ব্রেকিং নিউজ করে সব বাঘা বাঘা রিপোর্টারদের হাসিমুখে গোল দিয়ে হেলেদুলে একটু বুক ফুলিয়ে মুখে স্মিত হাসি দিয়ে প্রেস কর্নারে এসে উঁকি মেরে অন্য দিকে চলে যাওয়া সেই বিশেষ সংবাদদাতা আমাদের জয়। সেই আর প্লাস চ্যানেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভোটের সময় লাইভ দেওয়া জয়। সেই হঠাৎ করেই মিডিয়া ছেড়ে একদম উধাও হয়ে যাওয়া জয়। সেই তন্ত্র,মন্ত্র, জপ, পূজো পাঠ আর নানা সাধনার মার্গে বিচরণ করা সাংবাদিক থেকে অন্য এক বিশেষ মানুষ জয়। সেই মহাকরণে চেয়ার নড়ছে বা নিজেই চেয়ার নাড়িয়ে দিয়ে এটা দেখিয়ে মহাকরণে ভূতের উপদ্রব বেড়ে গেছে খবর করে চারিদিকে হৈ চৈ আর হুল্লোড় ফেলে দেওয়া সেই জয়। সেই পায়রার উপদ্রবে মহাকরণে কর্মীদের কাজের অসুবিধা হচ্ছে এটা নিয়ে স্টোরি করা আর ক্যামেরাম্যানকে সারাদিন পায়রার ছবি তুলতে বলা জয়। আর সেই মুখ্যমন্ত্রীর ঘরের উল্টোদিকে মহাকরণে পুলিশের নাচ এর ছবি করে দেখানো আর মহাকরণে পুলিশের ঘুম ছুটিয়ে দেওয়া সেই বিখ্যাত এক দাপুটে সাংবাদিক জয়। আবার সেই বিশ্ব বাণিজ্য সম্মেলনে হাজির হয়ে হাসি হাসি মুখের ছবি পোস্ট করা ব...