মেলার ভীড়ে জাল বিছিয়ে বসে থাকা। মেলার ভীড়ে জাল ফেলে অপেক্ষা করা। মেলার ভীড়ে জাল পেতে চুপটি করে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকা একা একাই। যদি ধরা পড়ে যায় কেউ এই আশায়। মেলায় নানা দোকানের মাঝে। নানা পশরার মাঝে এমন সুন্দর রং আর বাহারি নানা মাপের আর নানা ধরনের সুদৃশ্য সব জাল দেখে আটকে গেলো আমার পা। সব দোকানে ভীড় জমলেও এই দোকান একটু ফাঁকা লোকের আনাগোনা কম যেনো এই দোকানে। তাই আমিও নিশ্চিন্তে মনের সুখে ছবি তুললাম। উঁকি ঝুঁকি দিয়ে দেখলাম ভিতরে সংসার পেতে দু একজন বসে আছে তাঁরা। তাঁদের ছড়িয়ে ছিটিয়ে থাকা সংসার, সুতো, জাল বোনার কাঠি, ভারী লোহার কাঠি কত কিছুই যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এদিক ওদিক ওই প্লাস্টিকের ছাউনির ঘরে কে জানে। আর এইসবের মাঝেই একমনে জাল বুনে চলেছেন একজন। সত্যিই অসাধারণ এই জীবিকা নির্বাহ। জাল বোনার কাজ। স্বপ্নের জাল বোনার কাজ। যে জাল দিয়েই জীবনের ক্ষুণ্ণিবৃত্তি হয়। যে জাল দিয়েই মাছ ধরে ঘরের নুন আর ভাত জোটে অনেকের। যে জাল দিয়েই জলের রুপোলি শস্য তুলে মাটিতে ফেলে দিলেই তারা কেমন ছটফটিয়ে লাফালাফি করে। আর সকালের নরম রোদ গায়ে মেখে খিলখিলিয়ে ওঠে ত...