সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দাদা - ভাই এর জুটি। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দাদা - ভাই এর জুটি

দাদার জন্মদিনে ভাইয়ের শুভেচ্ছা। দাদা আর ভাই এর এই জুটি দেখে আমার বেশ ভালোই লাগে। যেখানে চারিদিক জুড়েই শুধু জুটি ভাঙার চেষ্টা, জুটি ভাঙার জন্য ছটফট করা, সেখানে কেমন মিলেমিশে একাকার হয়ে একসাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করা দাদা আর ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে হাসি মুখে দুজনে মিলে। সেই ছোটো থেকেই তো দাদা আর ভাইয়ের এই অমলিন মিস্টি মধুর জুটি।  সেই কবে থেকেই একসাথে বড়ো হওয়া ওদের দুজনের। একসাথে দুজনের স্কুলে যাওয়া। একসাথে কাজ করা। দাদার হাত ধরে ঘুরতে যাওয়া। দাদার সাথে একসাথে কাজ করা। আজ আমার সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগের পাতায় সেই দাদা আর ভাইয়ের গল্প। সেই পার্থ আর দেবাশীষ এর গল্প। সেই শ্রীরামপুরের মান্না পাড়ায় বাড়ী ওদের। সেই শ্রীরামপুরে নন্দী মাঠে নতুন ইটিভির রিপোর্টার এর চাকরী পেয়ে ওদের সাথে দেখা হওয়া আমার। সালটা ২০০০ সাল হবে মনে হয়। নতুন চ্যানেল নতুন চাকরি নতুন এলাকায় সেলুনে গিয়ে চুল কেটে হিরো হবার চেষ্টা করা মাত্র আর কি।  হ্যাঁ, সেই শ্রীরামপুরে সেলুনের দোকানেই প্রথম দেখলাম আমি ওদের দুজনকে। বেশ হাসি...