সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইটিভির সাজি জন। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ইটিভির সাজি জন

নাম সাজি জন। বর্তমান নিবাস অস্ট্রেলিয়ার মেলবোর্ন এর শহরে। বর্তমানে ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত সাজি জন। সেই হাসি মুখের সাজি ছিল ইটিভির সেই প্রথম আমলের একজন বিখ্যাত সৈনিক। একজন কঠোর পরিশ্রমী মানুষ। আর খুব ভালো প্রোডিউসার। কিন্তু কোনো কাজ করতেই ওর কিছু মনে হতো না কোনোদিন। কোনও কাজকে ও ছোটো বলে মনেই করেনি কোনোদিনই। আর তাই ও কলকাতা থেকে এসে জেলায় সেই ইটিভির বিখ্যাত অনুষ্ঠান হট্টমেলার মাঠে হুগলীর সেই শ্রীরামপুরের এসডিও অফিসের মাঠে বা কোর্টের মাঠে বেলা দুটোয় মেলা উদ্বোধন হবার কথা কিন্তু স্টল তৈরি হলেও মাঠ পরিষ্কার না হওয়ায় সে নিজেই ঝাঁটা নিয়ে মাঠ পরিষ্কার করতে নেমে পড়ে হাসি মুখেই সবার সামনে। মাঠে হাজির আমরা তখন সবাই বেশ অবাক।ইটিভির হট্টমেলা জেলায় জেলায় সেই সময় সত্যিই হৈ চৈ আর হুল্লোড় ফেলে দেয়। সব নানা খেলা আর বিনোদনের স্টলে উপচে পড়া ভীড় জমে যায় সেই মেলায়।  সত্যিই আজকাল এর সেই বিখ্যাত সব নানা ইভেন্ট ম্যানেজমেন্ট এর নানা অনুষ্ঠানকে দশ গোল দিয়েই আদ্দ্যিকালের সেই পুরোনো দিনের হট্টমেলা কিন্তু ছিল সুপার আর সুপারহিট। আর সেই হট্টমেলার আয়োজনে...