এ এক অন্য ধ্রুবর গল্প। এ এক অন্য রকম একটা জীবনের গল্প। যে জীবনের পরতে পরতে জড়িয়ে আছে অনেক হাসি, কান্না,উদ্বেগ, যন্ত্রণা, কষ্ট, হাসপাতালের বেডে শুয়ে দিন যাপনের নানা অভিজ্ঞতা আর দুশ্চিন্তা, নানাবিধ চিন্তা ভাবনা আরও কত কি। কিন্তু ধ্রুবরা বোধহয় এসব কিছুকে পাত্তা দেয়না আর পরোয়া করে না কিছুতেই। ভয় পেয়ে থমকে দাঁড়ায় না কিছুতেই রাস্তার ধারে। ওর সুন্দর শান্ত মুখের সেই ছোটো শুকনো ঠোঁটের হাসি নিয়েই বেঁচে থাকে বিন্দাস হয়ে। আসলে এই ডেস্ক এর ধ্রুব, মানে সেই আমাদের প্রস্তর যুগের ইটিভির হায়দরাবাদ ডেস্ক এর ধ্রুব। সেই ছোটো আর বড়ো ধ্রুব। সেই ছোটো ধ্রুবর সাথে বহুদিন পর হায়দরাবাদ এর পাট উঠে যাবার পর আমার দেখা হলো। আমার দেখা হলো পোদ্দার কোর্টের অফিসে চব্বিশ ঘণ্টা চ্যানেলে। ঠিক সেই একদম মার্জিত, রুচিশীল, সুন্দর একটি মানুষ। যে শুধু চুপ করে শব্দের জাল বোনে আপন মনে আর আপন খেয়ালে। আর বাবুই এর মতো বাসা বেঁধে যায় নিজে নিজেই। যার শব্দের জালে আটকা পড়তে বাধ্য হই আমি আপনি সবাই। সত্যিই বলতে কি ধ্রুবর গুরু যিনি আমার ও গুরু সেই রতন চক্রবর্তী দার কথায়, ধ্রুব...