জীবনের এই যাত্রা পথে টাইম ফ্রেমে বন্দী থাকে নানা সুখদুঃখের ঘটনা। নানা কথা আর নানা মানুষের সহযোগিতা আর অসহযোগিতার কথা। বাংলার মানুষের কাছে হাত বাড়িয়ে সাহায্য চেয়ে হাত বাড়িয়ে দিলে ঠেলে ফেলে দেওয়া। আর সেই এক জীবনে বাংলার মানুষ না হয়ে উড়িষ্যা, বিহার, এমন ভিন রাজ্যের বাসিন্দা হয়েও কেমন হাসি মুখে হাত বাড়িয়ে দেওয়া। আর হাসি মুখে সাহায্য করা দাদা বলে। জীবন তো এমনই। আজ আমার সাদা জীবনের কালো কথায় সেই রামোজি ফিল্ম সিটির ইটিভির ন্যাশনাল ডেস্ক এর গল্প। সেই ডেস্ক এর হেড সবার প্রিয় স্যার শুভাকর জীর গল্প। সেই ওড়িয়া ডেস্কের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক সত্যদার গল্প। সেই পঙ্কজ কুমার এর গল্প। আর সেই বিহার এর দেবকুমার পোখরাজ জীর গল্প। যাঁরা আমায় আমার পানিশমেন্ট ট্রান্সফার এর জীবনে সবাই বেশ হাসিমুখে সাহায্য করেছিলেন তাঁরা সবাই মিলে। দাদা বলে সম্বোধন করে হেসে বলেছিলেন আরে কিসের পানিশমেন্ট ট্রান্সফার দাদা। সবাই আমরা একসাথে কাজ করছি কোনও চিন্তা নেই আপনার। বাংলা থেকে হায়দরাবাদ গিয়ে আমি বেশ জলে পড়ে গিয়েছিলাম। হঠাৎ করেই বহুদিন পর ভুবনেশ...