সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জনি মেরা নাম। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জনি মেরা নাম

জনি মেরা নাম। সত্যিই আজ জনির জন্মদিন। সেই হাওড়া থেকে মোটরসাইকেল চালিয়ে সেক্টর ফাইভের কলেজ মোড়ে অফিস আসতো ও। যে কোনো কাজ যে কোনো ভাবেই করে দিত বেশ। যে কোনও জায়গায় অ্যাসাইনমেন্টে পাঠিয়ে বেশ ভালই কাজ উৎরে দিত ও। খুব বড়ো বড়ো চ্যানেলে কাজ না করলেও ছোটো চ্যানেলে কাজ করত ও কিন্তু কাজ জানতো ভালোই।  সেই এন কে বাংলা চ্যানেলে কাজ করতে এলো জনি। বেশ হাসিখুশি ছেলেটি। লেবার দিতে কোনও অসুবিধা নেই ওর। ডিউটি দিলেও এই ডিউটি করবো না এখন আসবো না বলে বাবুদের ধরে ম্যানেজ করা ওর স্বভাবে নেই। সেই বাবু ধরে ভালো শিফট নিয়ে ডিউটি করে বেঁচে থাকার চেষ্টা করেনি ও কোনওদিন এই গৌহাটির চ্যানেলে।  আজ সেই ক্যামেরাম্যান জনির জন্মদিন। মনে হলো ওকে নিয়ে দু চার কথা লিখে ফেলি আমি। সেই যে চ্যানেলে বেশিরভাগ লোকজন জোগাড় হলো আমার হাতধরেই সেই চ্যানেল ছেড়ে দেবার মত পরিস্থিতি তৈরি করা হলো ও আমি ছেড়ে দেবার পর কেউ আর বিশেষ আমায় প্রয়োজন নেই বলে যোগাযোগ রাখেনি একদমই। যাঁরা নিয়মিত রাত অবধি যে সব রিপোর্টার আমায় ফোন করে গল্প করতো তারাও কেমন হঠাৎ করেই ভুলেই গেলো যেনো নিজে থেকেই।...