সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বসন্ত এসে গেছে। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বসন্ত এসে গেছে

দ্রুত দিন শেষ হয় এই চরাচরে পাখির ডাক শোনার দিন। দ্রুত দিন শেষ হয় ভালোবাসার মানুষের সাথে নিনড় বন্ধনের আর যোগাযোগের দিন। পলাশের হাসি মাখা সকালে এখন শুধুই অপেক্ষা আর অপেক্ষার প্রহর গোনা। তবুও আমরা বেঁচে থাকি একবুক আশা আর অপেক্ষা নিয়ে। ঘুঘুর ডাক শুনে আর বিরহী কোকিলের মন কেমনের কথা শুনে, কাঁচ পোকার গুনগুন আওয়াজ। শুকনো পাতার ফিসফিস নিঃশ্বাস, মন কেমনের ভোরকে আঁকড়ে ধরে আষ্টেপৃষ্টে বেঁচে থাকা।  আর এটাই তো জীবন এর জলছবি, যেখানে দৌড় নেই, তাড়া নেই, হুটপুটি নেই, লুটোপুটি নেই,হৈ হুল্লোড় আর চিৎকার চেঁচামেচি নেই, শুধুই ভালোবাসার স্পর্শ আর বসন্তের বাতাস মাখা শিরশিরে ভোর আছে। যে  ভোরে আমায় ঘুম ভাঙিয়ে দেয় দোয়েল, ফিঙে, কোকিল, আর ঘুঘুর মন কেমন করা ডাক। আর আমি চুপ করে ওদের ডাক শুনি। কেমন যেনো থমকে যায় সেই আমার হারিয়ে যাওয়া দ্রুত ছুটে চলা জীবন।  মাঠের ধারে সবুজ ক্ষেতে যখন সুয্যি মামা ধীরে ধীরে জেগে ওঠে। ধানের শীষের ডগায় লাগে বসন্তের ঝিম ধরা ভালোবাসার বাতাস। যে বাতাসে আমের বৌলে ভালোবাসা জন্মায় ধীরে ধীরে গুটিপোকার মতোই। বৌলের গন্ধে মন ভরে যায়...