সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

২৪ ঘণ্টার রণয়। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

২৪ ঘণ্টার রণয়

রণয় তিওয়ারি। ২৪ ঘণ্টার রণয়। বেশ ভালো রিপোর্টার। রাতের ডিউটি করতো সে প্রথমের দিকে এই কলকাতা শহরে ঘুরে ঘুরে। পরে ধীরে ধীরে রাত থেকে দিনে চলে আসা ওর ডিউটি করতে। খুব সম্ভব বেহালার দিক থেকে রাতে আসতো ডিউটি করতে মনে হয়। প্রেস ক্লাবে এসে জানিয়ে দিত পৌঁছে গেছে সে ধর্মতলায় ক্যামেরা কতদূর আছে। কম কথা বলে একদম চুপ চাপ কাজ করে দিত সে মুখ বুজে। কিছুদিন আগে ওর সাথে এক অফিসে কাজের সূত্রে আলাপ ছিলো আমার অল্প কিছুদিনের জন্য। দেখা হতো কথা হতো কাজের সূত্রে। খবর নিয়ে আলাপ আলোচনা হতো ওর সাথে মাঝে মাঝেই।  সেই সব আজ বছর পাঁচেক হলো একদমই বন্ধ হয়ে গেছে অনেকদিন। একদিন বোধহয় কলকাতা প্রেস ক্লাবে দেখলাম ওকে দুর থেকেই। খুব কঠিন কঠোর সংগ্রাম করে ওর বেঁচে থাকা এই খবরের দুনিয়ায় অনেক কষ্ট আর লড়াই করে ওর টিকে থাকা এই মিডিয়ায়। অনেক কষ্টে একটা জায়গা করে নেওয়া। সেই যে কোনও দুর্ঘটনা ঘটে গেলেই ওর ক্যামেরা নিয়ে ছুটে যাওয়া শহরের বিভিন্ন জায়গায়। দিন রাত এক করেই ওর শহরের অলিতে গলিতে দৌড়ে বেড়ানো খবরের সন্ধানে। যে খবর নিয়েই ওর জীবন চলে যে। খবরের দুনিয়ায় এইভাবেই হাসিমুখে দৌড়ে বে...