সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বর্ধমানের ১০৮ শিব মন্দির দর্শন। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বর্ধমানের ১০৮ শিব মন্দির দর্শন

বয়স বাড়লে মনে হয় দেবদ্বিজে ভক্তি বাড়ে মানুষের। যত শেষের দিন এগিয়ে আসছে শেষের সেই দিন ভয়ঙ্কর বলেই মনে হচ্ছে আমার। তাই আমার কেমন যেনো মন্দির, মসজিদ, গীর্জায় যাওয়ার ঝোঁক বাড়ছে দিনকে দিন। আর তাই আগে তো কতবার এই রাস্তায় গেছি গাড়ি নিয়ে। কলকাতার পথে বোলপুর হয়ে। আবার বোলপুর থেকে শ্রীরামপুরে গেছি আমি। সেই বর্ধমানের একশো আট শিব মন্দিরের পাশ দিয়ে। কিন্তু দাঁড়াবার সৌভাগ্য হয়নি আমার। আজ বোলপুর থেকে জামালপুরে যাওয়ার ফিরতি পথে বিকেল বেলায় দাঁড়িয়ে পড়লাম আমি গাড়ী থামিয়ে। সেই একশো আট শিব মন্দিরের সামনে। ঢুকে পড়লাম মাত্র দু টাকার টিকিট কেটে। গাড়ি পার্কিং এর জন্য মাত্র পঁচিশ টাকা নিলো। বেশ খালি পায়ে হেঁটে বেড়ালাম আমরা দুজনে মিলে একসাথে সৃষ্টির মালিক, স্থিতির মালিক সেই শিবের দরবারে একটু শান্তির আশায়।  হিন্দুদের প্রধান দেবতা রূপে যিনি পূজিত হন তিনি হলেন ভগবান শিব। এই আদিদেবতার আর্বিভাব সময় হিসেবে বেছে নেওয়া হয় প্রাক বৈদিক যুগকে । বর্তমানে শিব যে রূপে পূজিত হন সেই রূপটি মূলত প্রাক-বৈদিক যুগ এবং বৈদিক যুগের শিব মূর্তির মিশ্র সংস্করণ। সৃষ্টির এই দেবতাকে ক...