পঞ্চকন্যার কন্যা আর এক কন্যার কথা আজ আমার সাদা জীবনের কালো কথায় আমার আঁকিবুঁকি ব্লগের পাতায়। সেই হারিয়ে যাওয়া মেঘার কথা। সেই মেঘের দেশের মেঘা। সেই সুন্দর মুখের মেঘা। সেই হাসিখুশি সুন্দর একটি মেয়ে মেঘা। সেই টানা দীঘল চোখের মেঘা। কোথায় যে হারিয়ে গেলো সেই মেঘা কে জানে। হঠাৎ করেই উদয় হলো একদিন আর সেই হঠাৎ করেই উধাও হয়ে গেলো সে একদিন জল জীবনের সুখের হাসিখুশির সংসার থেকে। সেই সিউড়ির বাসে বোলপুরে ফেরার পথে দেখা হওয়া ওর সাথে আমার এক সন্ধ্যায়। সেই চন্দননগরে জগদ্ধাত্রী পূজো দেখতে যাওয়া সবাই মিলে একসাথে হাতে হাত ধরে। সেই ওর গ্রামের বাড়ী যাবার প্ল্যান করা সবাই মিলে। আর শীতের সকালে ওদের গ্রামে সবাই মিলে পিকনিক হবে সেটা নিয়ে জোর আলোচনা করা আমাদের। সেই ওর নৃত্যনাট্য অনুষ্ঠানে যোগ দেওয়া। সেই সাঁতার কাটার জন্য জলে নেমে পড়া। একটা হৈ চৈ হুল্লোড় করা হাসিখুশি সুন্দর জীবন ওর। যে জীবনে জড়িয়ে আছে ধর্মও। যে জীবনে জড়িয়ে আছে নানা রঙিন স্বপ্ন। যে স্বপ্ন দেখে বাঁচতে ভালোবাসে সে বরাবর এই একটাই জীবনে। নীল আকাশের মাঝে দু হাত তুলে উড়ে বেড়াতে ভালোবা...