সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নবদূর্গা দেবী কালরাত্রি। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নব দুর্গার অন্যতম দেবী কালরাত্রি

নব দুর্গার অন্যতম রূপ হলেন শক্তির দেবী কালরাত্রি। কালরাত্রি একজন হিন্দু দেবী। তিনি নবদুর্গার অন্যতম এবং দেবী দুর্গার সপ্তম শক্তি বলে তাঁকে পূজো করা হয়। দেবী কালরাত্রির আবাস কৈলাস পর্বত। দেবীর বাহন হলো গর্দভ আর সঙ্গী দেবাদিদেব শিব। কাল রাত্রি ভীষণদর্শনা দেবী। তার গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো। তিনি এলোকেশিণী। তার গলায় বজ্রের মালা দোলে। তিনি ত্রিনয়না এবং তার চোখগুলি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার। তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ংকর অগ্নিশিখা নির্গত হয়।  কালরাত্রির বাহন গর্দভ বা গাধা। তিনি চতুর্ভূজা; তার চার হাতে বর ও অভয়মুদ্রা এবং খড়্গ ও লোহার কাঁটা রয়েছে। কাল রাত্রির রূপ ভয়ংকর হলেও তিনি শুভফলের দেবী। তার অপর নাম শুভঙ্করিণী। কালরাত্রি পূজো করা হয় তাই শুভ ফল লাভের আশায়। হিন্দুদের বিশ্বাস যে, কালরাত্রি দুষ্টের দমন করেন, গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন, জল, জন্তুজানোয়ার, শত্রু ও রাত্রির ভয় থেকে মুক্ত করেন। তারা বিশ্বাস করেন, কালরাত্রির উপাসক তাকে স্মরণ করলেই দৈত্য, দানব, রাক্ষস, ভূত ও প্রেত পালিয়ে যায়। এই বিশ্বাস নিয়ে মা কালরাত্রির ...