বিদায় বলতে নেই লেখাটা পড়ে আমার মনে হলো সত্যিই তো সেই হায়দরাবাদ ডেস্ক এর তাপসদার কথা তো লেখা হলো না আমার এই সাদা জীবনের কালো কথায়। সেই পোদ্দার কোর্টের অফিসে আর মিডিয়া সিটির অফিসে ধ্রুবর সাথে দেখা করতে আসা তাপসদার কথা তো লেখা হলো না আর। সেই রবীন্দ্রসদন এর গেটে রাতে দেখা হয়ে যাওয়া তাপসদার কথা লেখা হলো না যে আমার। হাতে সিগারেট নিয়ে একমনে কিছু ভেবে চলেছেন অতলান্ত গভীরে। চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে একের পর এক বাস, হলুদ ট্যাক্সি আর নানা দামী গাড়ীর সারি। আর তিনি হয়তো সেই সময় ভাবছেন মনে মনে, স্বপ্নের চারা বুনে বুনে যে সময় আসে, কোন পথে যেতে চায়, কে তা জানে। সত্যিই তো কোন পথে কে যেতে চায়, জীবনের এই পথের সন্ধান যে পাওয়া ভার। আর সেই কথাই হয়তো লিখে ফেললেন কবি তাপস মহাপাত্র। জীবনের কথা, জীবনের এই গভীর গোপন ভালোবাসার কথা। যে ভালোবাসাময় জীবন নিয়ে কেমন হেলাফেলা করেই কাটিয়ে দিলেন তিনি গোটা একটা জীবন। যে জীবনে সুখ দুঃখ হাসি কান্না যন্ত্রণা প্রেম ভালোবাসা সবকিছুই ছিল একসময়ে। সেই হায়দরাবাদ থেকে যখন ফোন করতেন আমি তাপস দা বলছি কেমন আছো তুমি ...