আজ শুধুই ভালোবাসার একটা দিন। ঝগড়া ভুলে ভালো থাকার একটা দিন। ভালোবাসা ঠিক যেনো একটা গুহা প্রথমে যেনো নিকষ কালো অন্ধকার একটি গুহা। যার মধ্য কোনোও আলোর রেখা নেই, কোনোও আলোকবর্তিকা নেই একদমই। অন্ধকার হাতড়ে হাতড়ে দুজন দুজনের একসাথে থাকার চেষ্টা করা মাত্র। প্রথমে কিছুটা অস্বস্তি আর ভয় ঘিরে ধরে একে অপরকে। একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করা একটু কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দূরের মানুষকে কাছ থেকে দেখা। কিন্তু একটু অপেক্ষা করলে ধৈর্য্য ধরলে তার লুকোনো সৌর্ন্দয্য আবিষ্কার করা যায়। ভালোবাসার একটা গভীর গোপন অপার সৌন্দর্য আছে। যে অপার সৌন্দর্যের সন্ধান পেলে এই পানসে একঘেয়ে জীবন বেশ ভালই লাগে কিন্তু। এটা নিখুঁত পথ খোঁজার বিষয় নয়, বরং একসাথে দুজনের সেই পথ চলার একটা বিষয়। যে পথ ধরে এগিয়ে চলি আমরা দুজনে ঝড় ঝাপটা সামলে। একসাথে, একপথে, মিলেমিশে, হাতে হাত ধরে, খানাখন্দ পেরিয়ে দুজন দুজনের হাত ধরে। সত্যিই আজ সেই একসাথে পথ চলা দুটি মানুষের কথা। যে মানুষ দুটো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়, একে অপরকে দোষারোপ করে, ঝগড়া করে, জীবন নিয়ে কাটাছেঁড়া করে, হ...