সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

দুর্গাপুজো ও পুরস্কার। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুর্গাপুজো ও পুরস্কার

পূজো শুরু হতে না হতেই সেরা পূজোর তকমা ছিনিয়ে নেওয়া সবাইকে পিছনে ফেলে দিয়ে। দুর্গা পূজার চতুর্থীর সন্ধ্যায় একটি জনপ্রিয় বাংলা চ্যানেল হুগলী জেলার সেরা পুজোর পুরস্কার তুলে দিলো শ্রীরামপুরে  এক বিখ্যাত পুজো মন্ডপকে। একদম ঠিক যেনো স্কুলে ভর্তি হতে ছোটো বেলায় বাবা মার হাত ধরে স্কুলে যাবার আগেই মাস্টার মশাই এর রাস্তায় বলে দেওয়া তুমি পাশ করে গেছো আর স্কুলে ভর্তি হতে যেতে হবে না তোমায়।  আসলে আমি একটু সব কিছুকেই কেমন বাঁকা চোখে দেখি আর কি। তাই সেজে গুজে হাসি হাসি মুখে দাঁড়িয়ে পুরস্কার বিতরণ এর এই ছবি দেখে আমার সাদা জীবনের কালো কথায় সেই পুরোনো দিনের স্মৃতি কথা, পূজোর কথা, মণ্ডপে বড়দের কাছে পুরস্কার এর খবর আসার কথা সব কিছু মনে পড়ে গেলো যে এতদিন পরেও। যে পুরস্কার আর পূজো যেনো একটু অন্য রকমের ছিল। এই যে বড়ো বড়ো রাজনৈতিক ব্যক্তিত্ব আর তাদের সব ঝাঁ চকচকে বিশাল বিশাল মণ্ডপ, নানা ভাবনার দুর্গা প্রতিমা, আলোক সজ্জার রকমারি পূজো। তাকে কেন্দ্র করে বহু মানুষের আনাগোনা। বহু মিডিয়ার কল্যাণে ক্যামেরার ঝলকানি আর ছবি ওঠা আর ঘণ্টায় ঘণ্টায় লাইভ দেখানো এসব তো এই হাল আমলের কথা...