সাদা জীবনের কালো কথায় আজ সেই আমায় ইটিভির চাকরির সুযোগ করে দেওয়া তরুণকান্তি দাসের কথা। বর্তমানের রিপোর্টার তরুণ কান্তি দাস। সেই বিখ্যাত সাংবাদিক আশীষ ঘোষদার ঘনিষ্ট তরুণ কান্তি দাস। ইটিভির সেই প্রথম আমলের জেলার দায়িত্ব পালন করা তরুণকান্তি দাস। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার সেই তরুণকান্তি দাস। সেই সবার সাথে হাসিমুখে কথা বলা, দুম করে মাথা গরম না করা সব দিকে নজর রেখে এগিয়ে চলা সে। বস হলেও বস সুলভ মাতব্বরি দেখায়নি আমায় কোনোদিন। বর্তমানের স্টেডি চাকরি ছেড়ে ওর হঠাৎ করেই চলে আসা ইটিভির সংসারে। আর যে সংসারে সে এসেই জেলার কো অর্ডিনেটর এর পদ পায়। বেশ আমার তো সুবিধাই হয়। বর্তমানের সন্দীপন দার ওকে বলে দেওয়া। সেই কলকাতার তিন নম্বর চৌরঙ্গী স্কোয়ার অফিসে ইন্টারভিউয়ের আগের দিন বলে দেওয়া একটা জুতো পড়ে আসবেন কিন্তু। যেনো চটি পড়ে না যাই। জুতো ভাড়া করে অন্য লোকের বড়ো জুতোর মধ্যে একটা রুমাল গুঁজে আমি এস আর রামানুজন এর মুখোমুখি হই। সেই ঘরে তখন আশীষ দা আর নিউজ টুডের ডিরেক্টর রামানুজন। এক মিনিটে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়া। ইন্টারভিউ দিয়ে বের হবার পর আমায...