সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

অন্ধকার ঘরে আলোর দিশা। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গ্রামের মহিলাদের হাতের ছোঁয়ায় অন্ধকার ঘরে অলোর দিশা

এরা সব গৃহবধূ কেউ আবার কলেজের পড়া শেষ করে হাতের সুচ সুতোর কাজ করে দুটো টাকা রোজগার করতে চেষ্টা করছেন। কেউ আবার সারাদিনের মাঠের কাজ সেরে ঘরে ফিরে নিজেদের হাতে তৈরী করছেন নানা ধরনের সুন্দর সুন্দর জিনিস। যা শোভা পায় শহুরে মানুষের ঘরের ড্রয়িং রুমে, খাবারের টেবিলে আবার পরিধানের জন্যও।  হ্যাঁ, চন্দনা খান এর তৈরি মার্জিন টু মেইনস্ট্রিম এর এই হাতে কলমে কাজ শেখানোর উদ্যোগ গ্রহণ করেছেন মন্দিরা বসু। সেই হায়দরাবাদ থেকে এসে গ্রামে ঘুরে ঘুরে এইসব গ্রামের মহিলাদের একটু নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছেন তাঁরা। সেই জন্যে নিজেরাই সুতো কিনে দিয়ে, কাপড় কিনে দিয়ে, তাদেরকে ডিজাইন বলে দিয়ে নানা জিনিস তৈরি করে শহরে সেই তাদের হাতে তৈরীর জিনিস নিয়ে গিয়ে বিক্রী করে দেন তাঁরা। আর এর থেকে লাভের অংশ দিয়ে আবার নতুন করে এই সব গ্রামের মহিলাদের জন্য তাদের হাতে তৈরীর জিনিস কিনে দেন।  আর এই কাজ করে হাতে দুটো পয়সা পেয়ে বেশ খুশি মহিষঢাল গ্রামের বাঙালি পাড়ার বেশ কয়েকজন মহিলা। মন্দিরা দিদিকে পেয়ে তাঁর কাছ থেকে নতুন কাজের বরাত পেয়ে বেশ খুশি তারাও। বোলপুর কলেজ থেকে...