এ যেন ঠিক মহাসমুদ্রের মাঝে হঠাৎ জলদস্যুর হানা দেওয়া। সেই একচোখে কালো কাপড় বাঁধা সেই জলদস্যু ভয়ঙ্কর তার রূপ। যে রূপ দেখে পিলে চমকে যাবার উপক্রম। আমাদের সামনে দাঁড়িয়ে সেই কালান্তক যম। মৃত্যুর দূত। হ্যাঁ, এই অজানা অচেনা মহাসাগরে ভেসে বেড়ানো ফেসবুকের দেওয়ালে কখনও বন্ধু পরিচয় দিয়ে বুকে জড়িয়ে ধরা। আগলে রাখা। সম্পর্ক স্থাপন করা হাসিমুখে। হারিয়ে যাওয়া বন্ধুকে সহজেই খুঁজে পাওয়া। আবার কখনও ছদ্মবেশে হাসি মুখে এক ছবি দিয়ে বন্ধু সাজার ভান করে সম্পর্ক স্থাপনের নকল চেষ্টা করা। সত্যিই এক মহাসমুদ্রের মাঝে এই ডুবে যাওয়া আর ভেসে বেড়ানোর মাঝে শুধু আসল আর নকলের এই খেলা দেখে মনটা ভরে যায় আমার। সত্যিই এই বন্ধু সাজার নাটক করে কেমন করে যে কত গভীর গোপন সম্পর্ক স্থাপন হয় এই ছোট্ট জীবনে তার কি শেষ আছে কোনো। আর সেই বন্ধুকে বন্ধু বলে কাছে টেনে নিয়ে বিপদে পড়ারও শেষ নেই কোনও। এত গেলো রক্ত আর মাংসের জীবনের বন্ধু আর নকল বন্ধুর খেলনা বাটি খেলার সংসার এর কথা। যে সংসারে অভ্যস্ত হয়ে গেছি আমরা সবাই হাসি মুখে। কিন্তু এই যে ফেসবুক নামক অজানা অচেনা মহাসমুদ্রে বন্ধুর বেশে হানা দিয়ে বন্ধু ছিনিয...