শীত একটু কম। ঠাণ্ডার প্রকোপ কমতেই ওরা বেরিয়ে পড়েছে সঙ্গী নিয়ে, দল বল নিয়ে। একদম যেনো ঠিক চড়ুইভাতির মুডে। এই গাছ থেকে ওই গাছ কোনো জায়গা ঠিক পছন্দ হচ্ছে না ওদের। ভীষন খুঁতখুঁতে স্বভাবের জন্য ওরা, স্থির হয়ে দু দণ্ড এক জায়গায় বসতেই পারে না ওরা। খালি এই ডাল আর ওই ডাল ধরে ঝাঁপ দেওয়া। শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের ফাঁকা রাস্তায় দুপুরের দিকে লোক জন কম। একদম সুন সান রাস্তা। আর তাই সুযোগ পেয়ে ওরা দুপুর বেলায় পেটের টানে, খাবারের খোঁজে বের হয়ে পড়েছে। আসলে পেট বড়ো বালাই যে। গাছ পালা কমছে এই শহরেও। কমছে ফলের গাছও। আগে যেভাবে সহজে কিছু পাওয়া যেত খাবার দাবার এখন সেটা অনেক কষ্টকর হয়ে গেছে। আর তাই ওদেরও মাথার ঘাম পায়ে ফেলে পেট ভরাতে হচ্ছে বেশ কসরৎ করেই। গরম কালে তাও আম আদমির আম, জাম, কাঁঠাল খেয়ে পেট ভরানো যায়। কিন্তু শীতকালে খুব বেশি ফল পাওয়া মুশকিল। আর চারিদিকে যেভাবে সহজেই ফ্ল্যাট বাড়ি উঠছে তাতে যে বাড়িতে দু একটা কলা গাছ বসাত সেগুলো সব আর নেই। এই সব নিয়ে বেশ চিন্তায় ওরা। কিন্তু উপায় কি। বেঁচে থাকার লড়াই করতেই হবে। না হলে বিলুপ্ত হয়ে যেতে হবে সাধের প...