সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কালো ডায়েরির সাদা কথা। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কালো ডায়েরির সাদা কথা

কালো ডাইরির, সাদা কথা..... কালো ডাইরির ,সাদা কথা লিখবো কি না সেটা নিয়ে অনেক টানা পোড়েন চলছিল আমার নিজের মধ্যে। সত্যিই কি সাদা জীবনে কালো কথা লেখা উচিত, না তাকে আড়াল করে রাখা দরকার জীবনে। এটা নিয়ে আমার নিজের মধ্যে একটা টানা পোড়েন চলছিল বহু দিন ধরেই। ভাবছিলাম জীবনের কালো কথা না হয়, অন্ধকারের মধ্যে মুখ লুকিয়েই থাক। কেনই বা সে আলোর মুখ দেখবে কোনোদিন। যে আলো আমাদের অনেককে রক্তাক্ত করে, সেই আলোর মুখ না দেখাই ভালো মনে হয় আমার।  জীবনের সম্পর্কের সুতোয় বোনা আমন ধানের শীষের ভেজা শিশিরের বিন্দু বিন্দু ঘাম, মুছে ফেলা খুব কষ্টের যন্ত্রণার। তাই সাদা, কালো, অন্ধকার এর কথা ভাবলে কেমন এলোমেলো হয়ে যায় আমার জীবনটা। তবু আমি,আমরা কি পারি সেই সব টুকরো টুকরো যন্ত্রণাকে বুকে আগলে নিয়ে বেঁচে থাকতে। কে জানে একটুকরো নুড়ি পাথর ছিটকে এসে মনের জানলায় ধাক্কা মারে আচমকা। তিল তিল করে গড়ে তোলা সম্পর্কের সরু সুতোটা কেমন যেন আলগা হতে থাকে ধীরে ধীরে। বিশ্বাসের মূল্য কমতে থাকে জীবনে। বাড়তে থাকে অবিশ্বাস এর গরম শ্বাস। গরম ভাতের হাঁড়ি থেকে ধোঁয়া ওঠা লাভার স্রোতের মত বেরিয়ে আসে অনেক কিছু, যা...