কখনও দাবার বোর্ডে মগ্ন আবার কখনও টিভি নাইন এর পর্দায় দেখা যায় তাঁকে ক্রাইম রিপোর্টার হয়ে লাইভ দিতে। আবার কখনও সিএন নিউজ চ্যানেলে দৌড়ে হাঁফিয়ে কাজ করছে সে একসময় পহার্ডকোর সাংবাদিক হয়ে। আর তারপর হঠাৎ করেই গৌহাটির সেই চ্যানেল এন কে বাংলার পর্দায় দেখা গেলো তাকে হাসি মুখে কারুর ইন্টারভিউ নিতে কিম্বা লাইভ দিতে। তারপর হঠাৎ করেই উধাও হয়ে যাওয়া তার একদিন এই মিডিয়ার মাঠ থেকে। খোঁজ খবর নেই একদম তার আর একদম। আবার দেখলাম আজ বহুদিন পর সময় খবরের পর্দায় এবার আর রিপোর্টার হয়ে নয় কিন্তু একদম সোজা অ্যাঙ্কর হয়ে গেছে ও। এটাই বোধহয় একটু ঠিকঠাক জায়গা ওর। ধুলো আর ভীড় রাস্তায় ঘুরে ঘুরে খবর করে ক্লান্ত হয়ে গিয়ে গ্ল্যামার কমবে না আর ওর একদমই এইবার এই নতুন ভূমিকায়। একদম টিভি চ্যানেলের জন্য বেশ ঝকঝকে মুখ দেখে ওর বায়োডাটা দেখে নিলাম ওকে সেই এনকে বাংলা চ্যানেলে। সেই চ্যানেল বাজারে আসার আগে রোজ কত ফোন যে আসতো আমার কাছে সবার সাথে ওর ফোনও আসত প্রায় প্রতিদিনই। সেই বিখ্যাত পৃথা, সৌরজ্যোতি, রক্তিমা বর্তমানে অন্য চ্যানেলে কর্মরত এনকে ছেড়ে,সেই সুদীপ্ত এখন আর নেই ...