সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ভালো থেকো তুমি পর্ণা। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালো থেকো তুমি পর্ণা

জলপাইগুড়ি থেকে সাংবাদিক হতে এসেছিল পর্ণা কলকাতা শহরে। বেশ সুন্দর হাসিখুশি মেয়ে পর্ণা। পাহাড়ী ঝর্নার মতোই উচ্ছল মেয়ে সে। আসলে এই কম বয়সে সাংবাদিক হবার ঝোঁক আর এই বিভিন্ন মিডিয়ার চ্যানেলের এই ফাঁদ পাতা ভুবনে যে কত এমন পর্নার মত ছেলে আর মেয়েরা পা দেয় তার ঠিক নেই। সেও ঠিক এমন করেই চলে আসে চব্বিশ ঘণ্টার চ্যানেলে ইন্টার্নশিপ করতে। যাদবপুর থেকে পড়াশোনা করে মনে হয় ওর এই ইন্টার্নশিপ এর ফাঁদে পা দেওয়া। আমি তখন সেই চ্যানেলে কাজ করি।  আমি শুনেছিলাম ওর মুখেই ওর মা একা থাকেন। বাবা নেই মারা গেছেন। জলপাইগুড়িতে ওদের নিজের বাড়িতে মা থাকেন। বেশ স্ট্রাগল করেই কম বয়স থেকেই ওর মানুষ চেনা শুরু। জীবনের ঘাত আর প্রতিঘাতের মধ্যে দিয়ে ওর পথ চলা শুরু। কত অল্প বয়সে ও বোধহয় নতুন করে এই পৃথিবীকে চিনে নিলো নিজের মতো করেই। এক বছরের ইন্টার্নশিপ শেষ হলো ওর। ভেবেছিল বোধহয় এই কোলকাতায় এই মিডিয়ায় কিছু ব্যবস্থা হবে। কিন্তু হলো না। আমি ওকে বিকল্প পথের সন্ধান করতে বলেছিলাম। তখন ওর চোখে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখা সবে শুরু হয়েছে। হয়তো আমার কথায় কিছুটা রাগ ক...