সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এন্টারটেনমেন্টের অনুসূয়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এন্টারটেনমেন্টের অনূসূয়া

একদম রুপোলি পর্দার জগতে বিচরণ করা। সেই ওর হাসি মুখ। সেই সবার সাথে মিলে মিশে একসাথে আনন্দে অফিস করা। আড্ডা মারা, চা খেতে যাওয়া, মুড়ি খেতে যাওয়া, গান করা, অনেক দূরের হয়েও কেমন যেন কাছের মানুষ হয়ে, কাছের বন্ধু হয়েই বেঁচে থাকা সবার সাথে মিলেমিশে এক হয়ে। হাসি মুখে ঠাট্টা তামাশা করে জীবন কাটিয়ে দেওয়া। যদিও সেই বিনোদন জগতের বাসিন্দা হলেও আমি কোনো দিন ওর সাথে কাজ করিনি এক ফিল্ডে কোথাও। কিন্তু এক অফিসে কাজ করলাম অল্প কিছুদিন মাত্র। সেই অল্প কিছুদিন এর আলাপে মনে পড়ে গেলো আজ ওর কথা আমার বহুদিন পরে।  সেই উজ্জ্বল চোখের মিষ্টি হাসির অনুসূয়া। সেই ২৫ শে ডিসেম্বর এর রাতে বা পয়লা জানুয়ারিতে ওর লাইভ দেওয়া। সেই নানা পুজোয় ফেস্টিভ্যালে দৌড়ে ঝাঁপিয়ে কাজ করা ওর। সেই নানা খবরের মাঝে আর খবরের চাপে নিজেকে কেমন করে মানিয়ে নিয়ে চলা সবার সাথে। অফিস এর বসদের কাছের মানুষ হয়ে যাওয়া কাজের গুণে। আসলে জীবন তো এমন। মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার চেষ্টা করা। এই দুটোর মেলবন্ধনে বৈচিত্র্যময় এই জীবন। যে জীবনে হাসি, কান্না, সুখ আর দুঃখের অনুভব সবটাই থাকে। যার জন্য আমি কিছুটা এ...