সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

চারিদিকে উপহার দেওয়ার ভীড়। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চারিদিকে উপহার দেওয়ার ভীড়

শীত পড়লে উপহার। দুর্গাপুজো এলে উপহার। ঈদ এলে উপহার। বর্ষাকালে ডিভিসি জল ছাড়লে উপহার। কোন ঋতুতে যে উপহার দেওয়ার বিরতি থাকে সেটাই ঠিক মাথায় আসছে না আমার। খালি উপহার আর উপহার। হাসি হাসি মুখে মন্ত্রী মশাই এর সস্ত্রীক উপহার দেওয়া। ঠিক যেনো উপহার এর ঠেলায় চোখে সর্ষে ফুল দেখার জোগাড় আমাদের এই আমজনতার। সেই উপহার এর পোস্টার সেঁটে জানান দেওয়া কারা উপহার দিচ্ছেন না মাটি আর মানুষের তরফ থেকে। দলের নেত্রী থেকে শুরু করে ধাপে ধাপে ছবিতে বুঝিয়ে দেওয়া উপহার এর মধ্যে কারা কারা জড়িয়ে আছেন শাড়ির আঁচল এর সবুজ কলকার ভিতর লতায় আর পাতায় বেশ সূক্ষ্ম ভাবে গোপন ভালোবাসা নিয়ে।  এখন তো শুনছি আবার কলকাতা লন্ডনের উড়ান পরিষেবার উপহার দেওয়ার বিস্তর চেষ্টা চলছে। বর্তমানে জোর কদমে সেই চেষ্টা চলছে সরকারের তরফে। তাহলে তো আর চিন্তা নেই একেবারে পূজোর আগে লন্ডনের সাহেব পাড়ার বাবুরা সোজা চারদিনের দূর্গাপুজো দেখতে ভীড় করবেন কল্লোলিনী তিলোত্তমা এই গর্বের কলকাতার রাস্তায়। আর কোলকাতার বিবিরা সোজা চারদিন পূজো দেখতে টেমসের ধারে ভীড় করবেন সেজে গুজে হাসিমুখে। বেশ ভালো ব্যাপার কিন্তু এট...