শীত পড়লে উপহার। দুর্গাপুজো এলে উপহার। ঈদ এলে উপহার। বর্ষাকালে ডিভিসি জল ছাড়লে উপহার। কোন ঋতুতে যে উপহার দেওয়ার বিরতি থাকে সেটাই ঠিক মাথায় আসছে না আমার। খালি উপহার আর উপহার। হাসি হাসি মুখে মন্ত্রী মশাই এর সস্ত্রীক উপহার দেওয়া। ঠিক যেনো উপহার এর ঠেলায় চোখে সর্ষে ফুল দেখার জোগাড় আমাদের এই আমজনতার। সেই উপহার এর পোস্টার সেঁটে জানান দেওয়া কারা উপহার দিচ্ছেন না মাটি আর মানুষের তরফ থেকে। দলের নেত্রী থেকে শুরু করে ধাপে ধাপে ছবিতে বুঝিয়ে দেওয়া উপহার এর মধ্যে কারা কারা জড়িয়ে আছেন শাড়ির আঁচল এর সবুজ কলকার ভিতর লতায় আর পাতায় বেশ সূক্ষ্ম ভাবে গোপন ভালোবাসা নিয়ে।
এখন তো শুনছি আবার কলকাতা লন্ডনের উড়ান পরিষেবার উপহার দেওয়ার বিস্তর চেষ্টা চলছে। বর্তমানে জোর কদমে সেই চেষ্টা চলছে সরকারের তরফে। তাহলে তো আর চিন্তা নেই একেবারে পূজোর আগে লন্ডনের সাহেব পাড়ার বাবুরা সোজা চারদিনের দূর্গাপুজো দেখতে ভীড় করবেন কল্লোলিনী তিলোত্তমা এই গর্বের কলকাতার রাস্তায়। আর কোলকাতার বিবিরা সোজা চারদিন পূজো দেখতে টেমসের ধারে ভীড় করবেন সেজে গুজে হাসিমুখে। বেশ ভালো ব্যাপার কিন্তু এটা দু দেশের মেল বন্ধন। দুই নদীর মেল বন্ধন। এটাও কিন্তু একটা বড়ো উপহার। আগে তো আমাদের ছোটো বয়সে সেই কবে দু একটা বিয়ে বাড়ীর নিমন্ত্রণ পেলে উপহার দেয়ার চল ছিল। থালা, বাসন, হাঁড়ি, একটু বড়ো ধরনের উপহার হলে ছোটো সেই লাল বাক্সে সোনার জিনিসের উপহার দেওয়া গম্ভীর মুখে পাত্রীর হাতে। যে ছোটো বাক্সের উপহারে স্ট্যাটাস বেড়ে যেতো অনেকটাই উপহার দাতার।
আর খুশীর ঈদের দিন যত এগিয়ে আসছে তত কিন্তু উপহার দেওয়ার ধুম বাড়ছে পাড়ায়, মহল্লায়, জেলায়, মহকুমায়, ব্লকে, অঞ্চলে সর্বত্র। বিশেষ করে সংখ্যালঘু দের এলাকায়। পাড়ার কুঁচো নেতা থেকে শুরু করে লালবাতি মাথায় নিয়ে ঘুরে বেড়ানো গম্ভীর মুখে মন্ত্রী সবাই এখন উপহার দিতেই ব্যস্ত বেশ। আর দরিদ্র পরিবার এই উপহার নতুন শাড়ি, কাপড় পেয়ে খুশি তাঁরাও। আর এই উপহার নিয়ে এখন চারিদিকে লোক দেখানো ধুম পড়ে গেছে। উপহার দিয়ে আর যাই হোক মুখ বন্ধের চেষ্টা আর কি।
তাই বসন্তের বাতাস গায়ে মেখে চারিদিকেই এখন গুটি বসন্তের মতই উপহার দেওয়ার ভীড় কেমন থিকথিক করছৈ। সামনেই যে বছর ঘুরলেই ভোটের লাইন পড়বে আর কিছুদিন বাদেই। তার আগে একটু গরীব মানুষের সেবা করার চেষ্টা মাত্র। উপহার দিয়ে সেবা করে ভোট কিনতে হবে যে, যে কোনোও মূল্যে। যাঁরা উপহার এর লাইনে হাসিমুখে ভীড় করেন তাঁরাও জানেন এই উপহার আসলে গণতন্ত্র রক্ষার উপহার।
চারিদিকে উপহার দেওয়ার ভীড় - অভিজিৎ বসু।
২৬ মার্চ, দু হাজার পঁচিশ।
ছবি সৌজন্য ফেসবুক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন