আজ শুধুই ভালোবাসার একটা দিন। ঝগড়া ভুলে ভালো থাকার একটা দিন। ভালোবাসা ঠিক যেনো একটা গুহা প্রথমে যেনো নিকষ কালো অন্ধকার একটি গুহা। যার মধ্য কোনোও আলোর রেখা নেই, কোনোও আলোকবর্তিকা নেই একদমই। অন্ধকার হাতড়ে হাতড়ে দুজন দুজনের একসাথে থাকার চেষ্টা করা মাত্র।
প্রথমে কিছুটা অস্বস্তি আর ভয় ঘিরে ধরে একে অপরকে। একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করা একটু কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দূরের মানুষকে কাছ থেকে দেখা। কিন্তু একটু অপেক্ষা করলে ধৈর্য্য ধরলে তার লুকোনো সৌর্ন্দয্য আবিষ্কার করা যায়। ভালোবাসার একটা গভীর গোপন অপার সৌন্দর্য আছে। যে অপার সৌন্দর্যের সন্ধান পেলে এই পানসে একঘেয়ে জীবন বেশ ভালই লাগে কিন্তু। এটা নিখুঁত পথ খোঁজার বিষয় নয়, বরং একসাথে দুজনের সেই পথ চলার একটা বিষয়। যে পথ ধরে এগিয়ে চলি আমরা দুজনে ঝড় ঝাপটা সামলে। একসাথে, একপথে, মিলেমিশে, হাতে হাত ধরে, খানাখন্দ পেরিয়ে দুজন দুজনের হাত ধরে।
সত্যিই আজ সেই একসাথে পথ চলা দুটি মানুষের কথা। যে মানুষ দুটো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়, একে অপরকে দোষারোপ করে, ঝগড়া করে, জীবন নিয়ে কাটাছেঁড়া করে, হাসি কান্না যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকে, আবার ভালোওবাসে তারাই একে অপরকে। আবার চেষ্টা করে একসাথে মিলেমিশে চলার। অন্ধকার গুহার ভিতর থেকে valentines day র বার্তা দেয় তারাই। এই ভালোবাসার গুহার গভীর থেকে, যেখানে উষ্ণতা ও বিস্ময় তাদের ঘিরে রাখে, আর আমরা সকল বন্ধুদের জন্য পাঠাই এই বার্তা, আমরা একে অপরের মাঝে আশ্রয়, সাহসিকতা ও অপার স্নেহের প্রতিধ্বনি পেয়েছি, তেমনই আমরা আশা করব আমাদের বন্ধুরাও তাদের ভালোবাসার মানুষটির মাঝে তা খুঁজে পাবে ঠিক এইভাবেই।
অজানা পথকে ভয় না পেয়ে—বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন। সবার জীবনে আসুক সেই গভীর ভালোবাসা, যা তোমাদের পথ আলোকিত করবে, যে তোমার পাশে দাঁড়াবে প্রতিটি বাঁক ও চ্যালেঞ্জে প্রতিটি মুহূর্তে। ভালোবাসা শুধু কিছু মাত্র মানুষের জন্য নয়—যে খোঁজে, তার জন্য তা সর্বদাই অপেক্ষা করে চুপটি করে ঠিক ঘাপটি মেরে।
ভালোবাসা তো একটা অনুভূতির অনুরণন। যে অনুরণন আমাদের দুজনকে ঘিরে রাখে হাজারও মানুষের ভীড়ে পথ হারিয়ে যাতে না যায় আমাদের সেদিকে নজর রেখে। আর তাই এই ছায়াঘেরা মায়াময় পথে দুজন হেঁটে যাই আমরা একে অপরকে জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে। একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকার চেষ্টা করি আমরা। মনে মনে আমরা দুজনেই বলি এই ভালোবাসার বালি ঝড় ওঠা দিনে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো।
আসলে আজকাল এই বুড়ো বয়সে পথ শেষ হবার বড়োই ভয়, হাত ছেড়ে যাবার বড়োই ভয়। একে অপরের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে এই আশ্রয় চলে যাওয়ার ভয় গ্রাস করে যেনো রাতের অন্ধকারে। একসাথে যে ধূলিধুসর পথ কাটিয়ে এলাম আমরা এতদিন, এতগুলো বছর। যে পথের ধারে লাল পলাশের পদাবলী দেখে মুগ্ধ হলাম। টলটলে দীঘির কালো জলে হলুদ সবুজ প্রজাপতির ওড়া দেখে আনন্দে হাততালি দিয়ে উঠলাম, তৃপ্ত হলাম। খোয়াই এর জ্যোৎস্না মাখা রাতে ঘুম ভেঙে উঠে একে অপরকে নতুন করে আবিষ্কার করলাম, কৃতার্থ হলাম।
শীতের ভোরে তখন সবুজ ধানের ক্ষেতের মাঝে তখন সাদা বকের কুয়াশা মাখা পথ পেরিয়ে ডানা মেলে উড়ে যাওয়া। হলুদ সর্ষে ফুলের ক্ষেতে তখন বসন্তবৌরীর লুকোচুরি খেলা আর ফিঙের নাচন দেখে মনটা বড়ো ভালো হয়ে যায় আমাদের। এই ভালোবাসার বালি ঝড়ে হারিয়ে যাওয়ার দিনে শুধুই চারিদিকে নিকষ কালো অন্ধকার এর মাঝে ভালোবাসার নিঃশব্দ স্পর্শ আর তার টুং টাং অনুরণন। যে অনুরণন আমাদের বাঁচিয়ে রাখে আগামীদিনেও।
যার মধ্য দিয়ে বেঁচে থাকি আমরা। অন্ধকার পথ পেরিয়ে দূরে অনেক দূরের আলোকবর্ষের ভালোবাসার নিনড় সম্পর্কের বন্ধনে আষ্টেপৃষ্টে বেঁধে নিয়ে একে অপরকে জড়িয়ে, আঁকড়ে ধরে বেঁচে থাকা। একে অপরকে নিয়ে বেঁধে থাকা আর বেঁধে রাখা, এটাই যে আজকের এই ভালোবাসার দিনের মূল মন্ত্র। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।
হ্যাপি ভ্যালেন্টাইনস ডে - অভিজিৎ বসু।
চৌদ্দ ফেব্রুয়ারী দু হাজার পঁচিশ।
ছবি নিজের ক্যামেরায় তোলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন