বৃষ্টি ভেজা প্রেম তো কবেই হারিয়ে গেছে,ভেজা রাস্তায় ধীর পায়ে হাঁটতে হাঁটতে, মিলিয়ে গেছে সে।
তোমার কড়ে আঙুলের ছোঁয়া মাখা ভেজা নখের আঁচড়, কবেই মুছে গেছে জীবনের উপল উপত্যকা থেকে।
ধূসর মাঠের মাঝে এখন টুপটাপ বৃষ্টির নিঃস্তব্ধ ছোঁয়া, ভেজা ভালোবাসার ইতিউতি এবড়ো খেবড়ো চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এদিক থেকে ওদিক।
চোখ মেলে তাকাতেও কেমন ভয় ভয় করে আমার, ওই বৃষ্টি ভেজা ধূসর মাঠের দিকে।
যেখানে ভালবাসার মিষ্টি মিষ্টি কথা, পাখা মেলে রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়ায়, ডানা মেলে আজও।
যে ডানায় লেগে থাকে ঝমঝম বৃষ্টির ছোঁয়া মাখা
রঙিন প্রেম।
লাল, নীল, সবজে রঙের ছোপ ছোপ মরচে পড়া ভালোবাসার, ডানাওলা পাখির ছটফটানি।
আর হারিয়ে যাওয়া জল থৈ থৈ ভালবাসার, মন কেমন করা বৃষ্টি ভেজা রাত।
যে রাতের অভিমানী প্রেমিকার অপেক্ষায় আজও প্রহর গুনি আমি।
রাতের অন্ধকারে ঝম ঝম, টুপ টাপ, বৃষ্টির ছোঁয়া আমায় ভিজিয়ে দিয়ে যায়।
বৃষ্টির ছোঁয়া - অভিজিৎ বসু।
পয়লা জুলাই, দু হাজার চব্বিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন