সূর্যাস্তের সাথে শেষ চুম্বন থাকুক তোমার ঠোঁটে।
অল্প আলোয় কাঠগোলাপের ঘ্রাণ , আর মায়া ভরা আমার সেই তুমি।
কতদিন তোমার ভরপুর বুকের মাঝে মুখ লুকিয়ে, কালো তিলের গন্ধ শুকিনি আমি।
কতদিন তোমার চোখের ভেজা জলে, ডুবে যাওয়া হয়নি বার বার।
ঘুঘু ডাকা নিদাঘ দুপুরে চিলে কোঠায়, তোমার কাছে আসার অনুমতি মেলেনি বহুদিন।
তবুও আজ মনে পড়ে তোমার সেই ভেজা চুলের ঝাপটা, বাতাবি লেবুর গন্ধ মাখা ভালোবাসার জীবন।
দু আঙুলের মাঝে নিজেদের লুকিয়ে রাখা, জড়িয়ে রাখা, ভালবাসা মাখা একটুকরো পশমী রুমালকে সযত্নে।
রাস্তার পাশে পড়ে থাকা, কৃষ্ণচূড়ার মত সেও আজ কেমন ম্রিয়মান।
তোমার ভেজা ঠোঁটে আঙুল ছুঁইয়ে দেখতে ইচ্ছা করে, সত্যিই তুমি কি আমার সেই পশমী রুমালে মোড়া ভালোবাসার জড়োয়া গায়ে দেওয়া সেই রাজকন্যা।
যার ভালোবাসার ঝাপটায় নাজেহাল হয়েছিল আমার ছোটো ডিঙি নৌকা।
যার ভালোবাসার স্নিগ্ধ স্পর্শে আমার জীবনে, জলপ্রপাতের সন্ধান মিলেছিল।
যার নিচে দাঁড়িয়ে আমি তুমি সিক্ত হয়েছি বার বার।
একে অপরকে আশ্লেষে জড়িয়ে চুম্বনের রেখা এঁকেছি আমি তুমি দুজনেই।
তুমি লজ্জায় ঘাড় গুঁজে মুখ লুকিয়েছ, সূর্যাস্তের লাল আভার এলোমেলো আলোয়।
এলোমেলো স্পর্শ - অভিজিৎ বসু।
ষোল জুন, দু হাজার চব্বিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন