আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
এই চঞ্চল সজল পবন-বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ওই বলাকার পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান।
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা-- মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার চিরঋণে॥
আসলে বর্ষার এই ঝাপটায় নাজেহাল আমিও। কত বছর আগে কবি এমন দিনে এই কথাই তো লিখে ছিলেন। যে বর্ষার দিনে কাজে মন লাগে না আর কিছুতেই তাঁর। মন শুধু চায় হৃদয় জড়াতে কার চিরঋণে। আজ তো শুধু মন হারাবার বেলা। আর পথ ভুলিবার খেলা। সারা দিনমান মেঘমল্লারে মুখরিত হয় প্রকৃতির রূপ। এমন মনের অনুভূতি নিয়েই তো তিনি পথ ভুলতে চেয়েছিলেন এমন ভরা ভাদরের দিনে।
আর এই ভরা বর্ষাকে মাথায় নিয়ে হাতে ছাতা নিয়ে অবিরাম বর্ষাকে সঙ্গে নিয়ে আমি চললাম সোজা মন চল নিজ নিকেতনে। কিন্তু পথ ভুলতে নয় নিজের মনের পথ খুঁজে নিতে। শ্রীরামপুর ছেড়ে বোলপুরে। আসলে মন যে কখন কি চায়, কাকে চায় সেটা সে বোধ হয় নিজেই জানে না ভালো করে। মনের আর দোষ কোথায় বলুন। ভেজা মন, ভেজা পথ ঘাট রাস্তা, ভেজা ঠোঁট, গালের নিচে ভেজা কালো তিল, সব আজ কেমন যেনো মনমরা। মাটির ঘরে চুপটি করে ঘাপটি মারা ঠিক ওই হলুদ ছোপ ছোপ সাপের মতই।
জানলার ফাঁক দিয়ে গলে গলে পড়ছে ফোঁটা ফোঁটা জলের টুপটাপ বৃষ্টির আলতো ছোঁয়া। দ্রুত ছুটে চলেছে ট্রেন ভেজা পথ ধরে। ভেজা মাঠ পেরিয়ে। দূরে আকাশ পানে ঘন কালো মেঘের আস্তরণ। ট্রেনের গতির সাথে তাল মিলিয়ে ছুটে চলেছে সেও। আজ এই বৃষ্টির ছোঁয়া পেয়ে নিজেকে কেমন যেনো বেশ ওই গানটাই গুনগুন করে গান গাইতে ইচ্ছা হলো আমার বহুদিন পর। আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে।
যে বর্ষার ভেজা দিনে পথ হারাতে হয়। ঠোঁটের নিচে লুকিয়ে থাকা ভেজা কালো তিলের সন্ধান পেতে হয়। ভেজা কালো চুলের ঝাপটায় নিজের শুকনো শরীর ভিজিয়ে নিতে হয়। চোখ বুজে বৃষ্টির জলের ধারায় নিজেকে সঁপে দিয়ে নিশ্চিন্ত মনে ভালোবাসার উত্তাপকে অনুভব করতে হয়। সত্যিই বলতে কি এমন জলে ভেজা বৃষ্টির দিনে প্রকৃতির এই বৃষ্টি ভেজা রূপ দেখে মনটা বড়ো উদাস হয়ে গেলো আমার। বর্ষার জলে সিক্ত প্রকৃতি আজ যেনো ভালোবাসার স্পর্শ পেয়ে উজ্জীবিত। কেমন যেনো সিক্ত। আর সেই সিক্ততা, রিক্ততা, শুন্যতা এতদিন পর আমায় বড়ো বিধুর করে দিলো।
জানলার দিকে তাকিয়ে দেখি আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে দূরের ওই মাঠ পেরিয়ে তেপান্তরের পানে। অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে। দূরে ওই বাড়ির ভেজা উঠোনে সাঁঝবেলায় পিদিম হাতে গ্রামের মহিলা সংসারের মঙ্গল কামনা করছে। ভেজা আকাশ,ভেজা মাঠ পেরিয়ে ঘরে ফিরছে জলে ভেজা পাখির দল আপনমনে। ওদের ডানায় সন্ধ্যার মেঘের কালো মেয়ের দীঘল চোখের চাহনি পিছলে পড়ছে। মাঠ পেরিয়ে, কালো মেঘের চূড়ো এড়িয়ে ওরা ঘরে ফিরছে আপনমনে। বৃষ্টি ভেজা আমিও ওদের মত ঘরে ফিরছি আপনমনে। একটু উষ্ণতার খোঁজে।
আজি ঝর ঝর মুখর বাদরদিনে - অভিজিৎ বসু।
পয়লা আগষ্ট, দু হাজার চব্বিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন