সাদা জীবনের কালো কথায় আজ শুধু আঁকাবাঁকা অক্ষরে আমার নিজের ব্লগ আঁকিবুঁকি ডট ইন এর জন্ম কথা। যাকে নিয়ে আমার অনেক চিন্তা, অনেক টেনশন, একরাশ আবেগ, ভালোবাসা কত কিছুই না জড়িয়ে আছে এই জীবনে। এই জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কিছু লেখা আর তার সাথে ভালবাসার স্পর্শ ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক। হাজারও ঝড় ঝাপটা সামলে নিয়ে কাদা মাখা রাস্তায়, কখনও রোদে পুড়ে, জলে ভিজে, রাতের অন্ধকারে একা একা পথ চলে হাঁটি হাঁটি পা পা করে টলমল করতে করতে ধীরে ধীরে পা ফেলেছে আমার এই আঁকিবুঁকি ব্লগ।
কোনো সময় মনে হয়েছে কি হবে এসব জীবন এর কথা লিখে। জীবনের নানা রং হীন কথা কিম্বা রঙিন স্বপ্ন দেখা মানুষের কথা লিখে লাভ কি। আবার মনে হয়েছে না, যা এইসব লেখা থাক এই ভাবেই অক্ষরে অক্ষরে কিছু সাদা কালো রেখায় জীবনের মেঠো পথে। একদিন হয়তো এই সব জীবনের পাতা ওল্টাতে ওল্টাতে দেখবো কেমন কাটালাম আমি এই গোটা জীবন। কাদের সাথে দিন যাপন করলাম, কাদের কাছে ঋণী হয়ে বেঁচে রইলাম গোটা জীবনভর। সেদিন হয়তো অনুভব করব জীবনে বেঁচে থাকার মধ্যে লুকিয়ে থাকে সুখ,দুঃখ, অভিমান, ভালোবাসা সব কিছুই।
জানি বহু মানুষের শুভেচ্ছায়, ভালবাসা আর আশীর্বাদে এগিয়ে চলেছে আমার এই নতুন ব্লগ আঁকিবুঁকি. ইন। আজ থেকে সে তার নিজের পরিচয়ে নিজের নামে, নিজের জায়গায় বিরাজ করবে। ঘুরে বেড়াবে সে স্বাধীন হয়ে হাত পা ছড়িয়ে ডানা মেলে। কারুর তোষামোদ আর চাটুকারিতা করে নয়। যে ব্লগের নতুন সূচনা হলো আজ এই শ্রাবণের শেষ সোমবারে। বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে।
যে দুজনের নাম এই ঘটনার সাথে জড়িয়ে আছে তাদের কথা না বললেই নয়। একজন আমার সেই কলেজের বন্ধু সমীর। যে না থাকলে এই ব্লগ নিজের পরিচয় নিয়ে হয়তো কোনোদিন এই ভাবে আত্মপ্রকাশ করত না। ওর সাহায্য সবটাই সম্ভব হলো আজ। আর একজন যিনি আমার শুভাকাঙ্খী, বন্ধু, যার সাহায্য ছাড়া এই ব্লগ হয়তো তৈরি হতো না কোনোদিন সেই দিলীপ যাদব দা। এই দুজন না থাকলে এই আমার এলোমেলো এলেবেলে জীবনের ব্লগ দিনের আলোর মুখ দেখতে পেতো না কোনোদিনই। এই দুজনের কাছেই আমি কৃতজ্ঞ।
আসলে নতুন নতুন জীবনের কথা বলতে, লিখতে, জানতে যে বড়ো ভালো লাগে আমার। এটা বোধহয় আমার সেই পুরোনো দীর্ঘ সাংবাদিক জীবনের বদ অভ্যাস। আর তাই সেই অভ্যাসকে সঙ্গী করেই জীবনে বেঁচে থাকার চেষ্টা করা আর কি। কিছু লেখার মাধ্যমে জীবনকে তুলে ধরা। সাদা জীবনের কালো পাতায় অক্ষরের আঁকিবুঁকি দাগ কাটা রাতের অন্ধকারে বা নিদাঘ দুপুরে। যে দাগ জীবনের অনেক গভীরে ঢুকে যায়। গভীর ক্ষত সৃষ্টি করে। মনে করিয়ে দেয় ফেলে আসা জীবনের নানা সুখ দুঃখের স্মৃতি। যাকে বুকে জড়িয়ে ধরে বেঁচে থাকি আমি আমার এই ক্ষুদ্র জীবনে। আজ থেকে তাই নতুন পথ চলার শুরু।
আঁকিবুঁকি ডট ইন - অভিজিৎ বসু।
তেরো আগস্ট, দু হাজার চব্বিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন